দীর্ঘ বন্ধুত্ব
2023-01-09 11:49:08

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ইয়াং ছিয়ান হুয়া’র পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। ইয়াংছিয়ানহুয়া ১৯৭৪ সালের ৩ ফেব্রুয়ারি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। চীনের কুয়াংতোং প্রদেশের শানথৌ শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। তিনি নার্সিং স্কুলে লেখাপড়া করেন এবং একসময় নার্স হিসেবে কাজ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘বড় শহর, ছোট ইস্যু’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছিয়ান হুয়াং’র কন্ঠে ‘বড় শহর, ছোট ইস্যু’ শীর্ষক গান।১৯৯৫ সালে তিনি নার্সের চাকরি ছেড়ে ১৪তম আন্তর্জাতিক চীনা নতুন সংগীত প্রতিভা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তৃতীয় হন। তারপরেই তিনি শোবিজে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মেয়ের প্রার্থনা’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০০০ সালে রিলিজ হয়। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছিয়ান হুয়া’র কন্ঠে ‘মেয়ের প্রার্থনা’ শীর্ষক গান। ২০০০ সালে ইয়াংছিয়ানহুয়া ‘প্লেইট লাউড, কিসমি সফট’ গান দিয়ে হংকংয়ের সঙ্গীত জগতে চারটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেশ কয়েকটি পুরস্কার জিতেন। ২০০২ সালে তিনি ‘মরিয়মের মিউজিক বক্স’ নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের একটি গান ‘দুর্ভাগ্যবশত, আমার কুম্ভরাশি’ তাঁর প্রতিনিধিত্বমূলক শিল্প-কর্মগুলোর অন্যতমে পরিণত হয়। তাহলে এখন আমরা একসঙ্গে তাঁর কন্ঠে ‘দুর্ভাগ্যবশত, আমার কুম্ভরাশি’ শীর্ষক গান শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছিয়ান হুয়া’র কন্ঠে ‘দুর্ভাগ্যবশত, আমার কুম্ভরাশি’ শীর্ষক গান। ‘দুরন্ত শিশু’ ইয়াংছিয়ানহুয়া’র একটি ক্যান্টোনিজ ভাষার গান। গানটি তাঁর ২০০১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ‘মরিয়ম’ অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। অ্যালবামে মোট ১১টি ক্যান্টোনিজ গান ছিল। নতুন রেকর্ড কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করার পর এটি তাঁর প্রথম অ্যালবাম। এখন আমি আপনাদেরক তাঁর কন্ঠে ‘দুরন্ত শিশু’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০০১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছিয়ান হুয়া’র কন্ঠে ‘দুরন্ত শিশু’ শীর্ষক গান। ‘সর্বত্র চুম্বন’ শীর্ষক গান ইয়াং ছিয়ানহুয়া’র ২০০৪ সালের জুন মাসে ইএমআই কোম্পানি প্রকাশিত অ্যালবাম ‘বৈদ্যুতিক মেয়ে’তে অন্তর্ভুক্ত হয়। পাশাপাশি সিনেপলি রেকর্ড কোম্পানির ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ‘সিম্পলিমি’-তেও এটি অন্তর্ভুক্ত হয়। গানটি একটি বিজ্ঞাপনের থিমসংও বটে। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছিয়ান হুয়া’র কন্ঠে ‘সর্বত্রচুম্বন’ শীর্ষকগান। তিনি ২০০২, ২০০৮ ও ২০০৯ সালে তিনবার জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেশনে সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার জিতেন। ‘সহজাত প্রবৃত্তি’ ইয়াং ছিয়ানহুয়ার ১৯৯৭ সালের জুন মাসে প্রকাশিত একটি ক্যান্টোনিজ অ্যালবাম। অ্যালবামে মোট ১১টি গান ছিল। ‘দীর্ঘ বন্ধুত্ব’ অ্যালবামের একটি জনপ্রিয় গান। নাম শুনে গানটির বিষয় বোঝা যায়, কিন্তু আসলে প্রেমিক ও বন্ধুর মধ্যে কোনটা আগে, সেটাই গানে বলা হয়েছে। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)