মহামারী প্রতিরোধে বৈজ্ঞানিক পথে চলেছে চীন
2023-01-07 17:53:10

জানুয়ারি ৭: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উদ্যোগে আয়োজিত নভেল করোনাভাইরাস মহামারী প্রতিরোধ-সংক্রান্ত এক সভার পর চীনে নিযুক্ত ফরাসি-ভাষী দেশগুলোর রাষ্ট্রদূতগণ সিজিটিএনের ফরাসি ভাষার চ্যানেলকে সাক্ষাত্কার দিয়েছেন।

 

সাক্ষাত্কারে তাঁরা মহমারী প্রতিরোধে চীনের নানা প্রচেষ্টার স্বীকৃতি দিয়েছেন।

 

চীনে নিযুক্ত মাদাগাস্কারের রাষ্ট্রদূত জিন লুক রবিন্সন বলেন, চীন পরিস্থিতির আলোকে সময় মতো মহামারী প্রতিরোধ নীতিমালা বিন্যাস এবং দেশি-বিদেশি বিনিময় বেগবান করেছে বেইজিং। মাদাগাস্কার দীর্ঘদিন ধরে এর জন্য অপেক্ষা করেছে। ভবিষ্যতে মাদাগাস্কার এবং চীন সহযোগিতা গভীরতর এবং অর্থনীতির পুনরুদ্ধার বেগবান করবে।

 

চীনে নিযুক্ত গিনি প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মে কোইতা আমিনাতা বলেন, চীনের সঙ্গে সবার আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আফ্রিকান দেশগুলোর অন্যতম হিসেবে গিনি প্রজাতন্ত্র সব সময়ই চীনের জন্য মৈত্রীর দরজা খোলে রেখেছে এবং গিনি প্রজাতন্ত্রে বিনিয়োগে চীনকে স্বাগত জানায়।

 

চীনে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত হাসানে রাবেহি বিগত তিন বছরে চীনের বৈজ্ঞানিক মহামারী প্রতিরোধ ব্যবস্থার স্বীকৃতি দিয়েছেন এবং বিভিন্ন দেশের প্রতি চীনের মহামারী প্রতিরোধ নীতিমালার সুবিন্যাসকে সঠিকভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে চীন এবং আলজেরিয়ার সহযোগিতা নিয়ে আস্থাশীল তিনি।

 

লিলি/এনাম/রুবি