সি’র নববর্ষের শুভেচ্ছাবার্তায় যে প্রত্যাশা করে
2023-01-06 14:34:55

 

২০২২ সাল চলে গেছে এবং শুরু হয়েছে ২০২৩ সাল। গত ১ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নববর্ষের ভাষণ দিয়েছেন। সম্পূর্ণ ভাষণ এখানে আমরা তুলে ধরবো না। তবে, ভাষণের কিছু অংশ তুলে ধরতে চাই। 

সি চিন পিং তাঁর ভাষণে বলেছেন,  কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়লে চীন বরাবরই জনগণ ও জীবনের ওপর সবচেয়ে গুরুত্ব দিয়েছে। আমরা বিজ্ঞানসম্মত মহামারি প্রতিরোধ ব্যবস্থা নিয়েছি এবং বাস্তব অবস্থা অনুযায়ী প্রতিরোধ ব্যবস্থা সমন্বয় করে সর্বাধিক মাত্রায় জনজীবন ও স্বাস্থ্য রক্ষা করেছি। অসংখ্য ক্যাডার ও নাগরিক,  বিশেষ করে চিকিত্সক ও তৃণমূল পর্যায়ের কর্মীরা সাহসের সঙ্গে অভূতপূর্ব কঠিন পরিস্থিতি ও চ্যালেঞ্জ প্রতিরোধ করেছেন। যা সহজ কাজ ছিল না। বর্তমানে মহামারি প্রতিরোধের নতুন পর্যায়ে এসেছে। তবে, আরো কঠিনতা দেখা যাচ্ছে। সবাইকে দৃঢ়ভাবে পরিশ্রম করতে হবে। ভোর আমাদের সামনে। সবাই আরো পরিশ্রম করে  জোর দিয়ে সাফল্য অর্জন করবে। একতাই হলো সাফল্য।

রুবি: এ বিষয়ে আমার সত্যি সহানুভূতি রয়েছে। গত ডিসেম্বর মাসের শুরুতে চীনে করোনা প্রতিরোধক নীতি সুবিন্যাস্ত হওয়ার সিদ্ধান্তে কিছু কিছু লোক ও বিদেশি গণমাধ্যমের সন্দেহ ছিল। কারণ এর পর অনেকে করোনায় আক্রান্ত হয়েছে। তারা বলছিলেন যে  চীন সরকার তাড়াহুড়া করে নীতি শিথিল করেছে। এখানে আমার অনেক কিছু বলার রয়েছে।

 

এনাম,  আপনি তো জানেন যে  নীতি সুবিন্যাস্ত হওয়ার পর আমার মতো অনেকে করোনায় আক্রান্ত হয়েছে। ব্যাপক পরিমাণে আক্রান্ত হওয়া বলতে কী বোঝায়?  বোঝা যায় যে  তিন বছর ধরে চীন সরকার গতিশীল শূন্য নীতি বাস্তবায়ন করে আসছিল। তা কার্যকর ছিল। না হলে কেন সুবিন্যস্ত করার পর অনেকে আক্রান্ত হলো। দ্বিতীয়ত, চীন সরকার তাড়াহুড়া করেনি। পরিস্থিতি অনুযায়ী, সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ওমিক্রন এত মারাত্মক নয়। আমি নিজে আক্রান্ত হওয়ার উদাহরণ দিতে পারি যে আমার আক্রান্ত হওয়া থেকে সেরে উঠা পর্যন্ত ৭ দিন সময় লেগেছে। এরই মধ্যে কিছু উপসর্গ দেখা দিলেও তা গুরুতর নয় এবং আমি কোনো ওষুধ খাইনি। তাই, আমি মনে করি যে  পরিস্থিতি বদলাতে বদলাতে চীন সরকার নীতি সুবিন্যাস্ত করেছে।

এনাম,  প্রেসিডেন্ট সি চিন পিং’র ভাষণের কোনো অংশ আপনার ওপর সবচেয়ে বেশি ছাপ ফেলেছে?

 

প্রতিটি নতুন বছরে সবার কোনো না কোনো প্রত্যাশা আছে। আপনাদের প্রত্যাশা কী? সম্প্রতি সিএমজিকে দেওয়া সাক্ষাত্কারে অনেক পথচারী নিজের সদিচ্ছা প্রকাশ করেছেন।

প্রিয় শ্রোতা,  নতুন বছরে আপনাদের সকলের সুস্থতা ও সুখ কামনা করি।