‘নিঃসঙ্গ ও সাহসী মানুষ’
2023-01-05 11:00:05


বন্ধুরা, ২০২২ সাল বিদায় নিয়েছে। গেল বছর আমাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেক চীনা গায়ক গায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। অনেক চীনা গানও প্রচারিত হয়েছে,  সব গানের মধ্যে কি আপনার প্রিয় গান রয়েছে? বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমরা একসঙ্গে গত এক বছরে চীনের জনপ্রিয় কয়েকটি গান শুনবো। আশা করি, সুন্দর সংগীতের মাধ্যমে সবাই ভালো মন নিয়ে নতুন বছর শুরু করবেন।


 

আজকের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো চীনের সংগীত প্ল্যাটফর্ম কিউ কিউ মিউজিকে ব্যবহারকারীরা নির্বাচন করেছে। চীনের বৃহত্তম সংগীত প্ল্যাটফর্মে ৮০ কোটিরও বেশি ব্যবহারকারী আছে। ২০২২ সালের বার্ষিক সংগীত তালিকায় সবচেয়ে জনপ্রিয় গান হল চীনের হংকংয়ের গায়ক ছেন ই সুনের গান ‘নিঃসঙ্গ ও সাহসী মানুষ’। গানটি জনপ্রিয় অনলাইন গেমস League of Legends অনুসারে রচিত অ্যানিমেশনের চীনা থিম সোং। গানে সাধারণ মানুষের অসাধারণ সাহসের কথা বলা হয়েছে। গানের কথা বেশ উৎসাহব্যঞ্জক। চীনে আবালবৃদ্ধবনিতা গানটি পছন্দ করে এবং প্রায় সবাই গাইতে পারে। বন্ধুরা, এখন শুনুন ছেন ই সুনের গান ‘নিঃসঙ্গ ও সাহসী মানুষ’।গান ১

 

পরের জনপ্রিয় গানটি হল চীনের তাইওয়ানের গায়ক চৌ চিয়ে লুনের গান ‘শিল্পের শ্রেষ্ঠ কাজ’। চৌ চিয়ে লুন চীনের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী একজন গায়ক। গানটি ২০২২ সালে তার নতুন অ্যালবামের প্রধান গান। অ্যালবাম প্রকাশের কয়েক দিনের মধ্যে এর বিক্রির পরিমাণ ১৫ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে। এই গানে চৌ চিয়ে লুন সাহিত্য, চিত্রকলা, সংগীত খাতে চীনা ও পাশ্চাত্য শিল্পীর শ্রেষ্ঠকাজ তুলে ধরেছেন। গানে সুন্দরভাবে পপ, ক্লাসিক, হিপহপ ইত্যাদি সংগীতের উপাদান পাওয়া যায়। যা চৌ চিয়ে লুনের ‘শ্রেষ্ঠ কাজ’। বন্ধুরা, এখন চৌ চিয়ে লুনের বেশ জনপ্রিয় গান ‘শিল্পের শ্রেষ্ঠ কাজ’ শুনুন।গান ২

 

বন্ধুরা, এবার আমরা শুনবো চীনা গায়িকা চান উন থিংয়ের গান ‘চুয়ে আই’। তিনি তাইওয়ানের জনপ্রিয় সংগীতদল ‘F.I.R’র প্রধান গায়ক ছিলেন। কয়েক বছর অবসরের পর তিনি পুনরায় গায়িকা হিসেবে হাজির হন। ‘চুয়ে আই’ হল ২০২২ সালে চীনের খুব জনপ্রিয় টিভি নাটক ‘ছাং লান চুয়ে’র থিম সোং। গানে খুব মনোমুগ্ধকর একটি প্রেমের গল্প বলা হয় এ গানে। বন্ধুরা, এখন চীনা গায়িকা চান উন থিংয়ের গান ‘চুয়ে আই’ শুনুন।গান ৩

 

বন্ধুরা, এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় তরুণ গায়ক ছাই সিয়ু খুনের গান ‘আমাকে আলিঙ্গন করো’। তিনি ১৯৯৮ সালে চ্যচিয়াং প্রদেশের উন চৌ শহরে জন্মগ্রহণ করেন। ২০ বছর বয়সে তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। নিজ গান রচনা এবং বৈচিত্র্যময় সংগীতশৈলী তার বৈশিষ্ট্য। গান রচনার পাশাপাশি তিনি প্রযোজনার কাজও করেন। তরুণ হলেও তিনি বিভিন্ন সংগীত অ্যাওয়ার্ডসে ভূষিত হন। বন্ধুরা এখন শুনুন ছাই সিয়ু খুনের জনপ্রিয় গান ‘আমাকে আলিঙ্গন করো’।গান ৪

 

২০২২ সালে চীনের জনপ্রিয় ব্যান্ডের নাম উল্লেখ করলে নিশ্চয়ই কাও উ রেনের কথা আসবে। ব্যান্ডটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়, এর সদস্য গায়ক ও গিটারিস্ট ফান ইয়ুন আন, গায়িকা ছিয়ান ছিং ও ড্রামার চ্য ছিয়ান। অনন্য ‘নিত্ত-নৈমিত্তিক শৈলীর’ কারণে কাও উ রেনের গান অসংখ্য রক গানের মধ্যে দর্শকের নজর কেড়েছে। তাদের গান ‘তোমাকে একটি জাদুকরী ঔষধ দেই’ ২০২২ সালে সবচেয়ে জনপ্রিয় গানের তালিকায় অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৫

 

বন্ধুরা, এবার আমরা শুনবো তা হল চীনা গায়িকা হুয়াং লিং ও ভিয়েতনামের গায়ক থাং তুই থানের সঙ্গে গাওয়া গান ‘নিঃশ্বাস’। গানটি জনপ্রিয় ভিয়েতনামী গান ‘Ngy Th’র চীনা সংস্করণ। গানে জনপ্রিয় ভিয়েতনামী সংগীতের উপাদানের পাশাপাশি হুয়াং নিংয়ের খুব চীনা বৈশিষ্ট্যময় সংগীতশৈলী শোনা যায়, তাদের সহযোগিতায় গানটি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘নিঃশ্বাস’ শুনুন।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমরা শেষ জনপ্রিয় গান ‘জগৎ’ শুনবো। গেয়েছেন গায়িকা লেই চিয়া। গানটি হল জনপ্রিয় টিভি নাটক ‘জগৎ’-এর থিম সোং। এতে অনেক সাধারণ মানুষের গল্প বলা হয়; যা অনেক দর্শকের মন কেড়েছে। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘জগৎ’ শুনুন। আশা করি গানটি আপনি পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।