তথ্য-উপাত্তে বিদায়ী বছরে চীনের উন্নয়ন
2023-01-04 17:12:13

২০২৩ সালের শুরু দিকে আমরা গেল এক বছরের কথা একটু পর্যালোচনা করি। আমরা চীনের উন্নয়ন ও চীনা মানুষের জীবনযাপন নিয়ে নানা অনুষ্ঠান করেছি। আজকের অনুষ্ঠানে আমরা ২০২২ সালের কিছু ডেটার মাধ্যমে গত বছরে চীনের নানা ক্ষেত্রের উন্নয়ন দেখবো।

২০২২ সালে উত্তর চীনের বন্যা ও দক্ষিণ চীনের খরাসহ নানা  কষ্ট কাটিয়ে উঠে খাদ্যশস্যের বাম্পার ফলন হয়েছে। ২০২২ সালে চীনের খাদ্য উত্পাদন পরিমাণ ছিল ৬৮৩০০ কোটি কেজি, তা ২০২১ সালের তুলনায় ০.৫ শতাংশ বেশি। আর চীনে খাদ্য উত্পাদন পরিমাণ টানা ৮ বছর ৬৫১০০ কোটি কেজি ছাড়িয়েছে। এর মধ্যে গ্রীষ্কালীন খাদ্য, শুষ্ক ক্ষেতে ধান ও শরতকালী খাদ্যের বাম্পার ফলন হয়েছে।পাশাপাশি, চীনে চাষের জমির আয়তনও বাড়ছে । ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ০.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ১১৮০ কোটি হেক্টরে।

গত পয়লা ডিসেম্বর চীনা পোস্ট প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে চীনে প্যাকেজ এক্সপ্রেস বিলির পরিমাণ ১০০ বিলিয়ন ছাড়িয়েছে। চীনে এক্সপ্রেসের রুট ৪.৩ কোটি কিলোমিটারের বেশি এবং সেবা স্টেশনের সংখ্যা ৪.১ লাখের বেশি। প্রতিদিন ৭০ কোটি মানুষ এক্সপ্রেস সেবা ব্যবহার করে। পাশাপাশি, প্যাকেজগুলো চীনের শহর ও গ্রাম এবং নানা ব্যবসাকে যুক্ত করে। ২০২২ সালের প্রথম ১১ মাসে চীনে অনলাইনে খুচরা বিক্রির পরিমাণ ২০২১ সালের একই সময়ের তুলনায় ৬.৪ শতাংশ বেশি ছিল এবং চীনের সার্বিক খুচরা বিক্রির মধ্যে অনলাইনে বিক্রির অনুপাত ছিল ২৭.১ শতাংশ। প্রতিদিন চীনে মোট ৩০ কোটি প্যাকেজ বিতরণ হয় এবং এর মধ্যে ১০ কোটি প্যাকেজ গ্রাম থেকে আসে বা গ্রামে যায়। বর্তমানে চীনের ৯০ শতাংশ গ্রামে চালু হয়েছে এক্সপ্রেস পরিবেষবা এবং আসন্ন বসন্ত উত্সবে আরও বেশি গ্রামীণ বৈশিষ্ট্যসম্পন্ন খাবার প্যাকেজের মাধ্যমে হাজার হাজার চীনা পরিবারে চলে যাবে।

চীনের গৃহ ও নির্মাণ মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, ২০২২ সালের প্রথম ১০ মাসে চীনে মোট ৫২ হাজারের বেশি পুরাতন কমিউনিটির পুনর্গঠন প্রকল্প শুরু হয়।বিদুত্য কলের পানি,  হিটার ব্যবস্থাসহ ৫১.৬ হাজার কিলোমিটার অবকাঠামো লাইন আপগ্রেড হয়েছে। নতুন করে নির্মিত পার্কিং স্পট ৬ লাখের বেশি এবং পুরাতন বাসায় ১২.৩ হাজারটি নতুন লিফট স্থাপন হয়।

গেল ১০ বছরে চীনে মোট ২.৮ কোটি পরিবার পুরাতন কমিউনিটি পরিবার পুর্নগঠন প্রকল্প থেকে উপকৃত হয়েছে।

বাসার ছাদে সৌর ফোটোভোলটাইক পাওয়ার জেনারেশন ডিভাইস দ্বারা উত্পাদিত বিদ্যুত সংরক্ষণ করে ভবনকে আরও বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করে। বাড়িতে শক্তি-সাশ্রয়ী সংস্কার করার ফলে ঘরের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে শীতকালে এবং গ্রীষ্মে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়, যা জীবনযাপনকে আরও আরামদায়ক করে তোলেছে। সূর্যালোকের তীব্রতা এবং জলবায়ু পরিস্থিতি অনুযায়ী সানশেড 

সক্রিয়ভাবে খোলা বা বন্ধ রাখে। পুনর্ব্যবহারযোগ্য ডিভাইস বৃষ্টির জলকে সেচ জলে রূপান্তরিত করে আমাদের চারপাশের ভবনগুলোকে "সবুজ" এবং "স্মার্ট" করে তুলেছে।

২০২২ সালের প্রথমার্ধে চীনে নতুন করে নির্মিত ভবনের ৯০ শতাংশ হল গ্রীন ভবন এবং চীনে গ্রীন ভবনের আয়তন বেড়েছে ২০০ কোটি বর্গমিটার।

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্য অনুযায়ী, ২০২২ সালের প্রথম ১১ মাসে চীন মোট ২৭ লাখ ৮৫ হাজার গাড়ি রপ্তানি করে, তা ২০২১ সালের তুলনায় ৫৫.৩ শতাংশ বেশি। বিশেষ করে নতুন জ্বালানি-চালিত গাড়ির রপ্তানি পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৫ লাখ ৯৩ হাজারটিতে। চীনা গাড়ি রপ্তানিতে বিদ্যুত-চালিত গাড়ির অনুপাত ২০১৯ সালের ৭ শতাংশ থেকে বেড়ে ২০২১ সালে ২১ শতাংশে ঠেকেছে।

চীনের প্রতিটি গ্রামে ব্রডব্যান্ড এবং প্রতিটি জেলায় ৫জি চালু হয়েছে। ২০২২ সালের সেপ্টম্বরের শেষ দিকে চীনে প্রতিষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম ও উন্নত ৫জি স্বাধীন নেটওয়ার্ক এবং চীনে প্রতিষ্ঠিত ৫জি স্টেশন ২২ লাখ ২০ হাজার।

সম্প্রতি প্রকাশিত বিশ্ব ডিজিটাল শ্বেতপত্র ২০২২-এ বলা হয়েছে, ২০২১ সালে চীনের ডিজিটাল অর্থনীতির পরিমাণ ছিল ৭.১ ট্রিলিয়ন ডলার, তা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। ডিজিপিতে ডিজিটাল অর্থনীতির অনুপাত বেড়েছে ৩৯.৯৮ শতাংশ। বিদেশি তথ্যমাধ্যমের মতে, ডিজিটাল অর্থনীতি চীনা অর্থনীতি উন্নয়নের নতুন শক্তিতে পরিণত হয়েছে।

স্পেনের গ্লোবাল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, চীন বিশ্বের সবচেয়ে ডিজিটালাইজড দেশগুলের মধ্যে একটি। মহামারী সৃষ্ট পরিবর্তনের মুখোমুখি হয়ে চীন আবারও বড় আকারের ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে।

শিশির/এনাম/রুবি