বরফ ও তুষার ক্রীড়ার প্রতি চীনাদের ব্যাপক আগ্রহ
2023-01-04 19:23:45

তুষার ও বরফ হল শীত্কালের রোম্যান্সের প্রতীক। চীনের অনেক জায়গায় ইতোমধ্যেই প্রথম তুষার পড়েছে। বেইজিং থেকে আমিও নতুন বছরের প্রথম তুষারের জন্য অপেক্ষায় আছি। ২০২২ সালে চীন সফলভাবে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস আয়োজন করেছে এবং বিশ্বের সামনে তুষার ও বরফ ক্রীড়ার প্রতি চীনা মানুষের ভালবাসা দেখিয়েছে। অলম্পিক গেমসের পর প্রথম তুষার ও বরফ মৌসুম এসেছে এবং এখন চীনের উত্তর বা দক্ষিণ যাই হোক না কেন সবাই ইনডোর এবং আউটডোরে স্কি ও স্কেটিংসহ নানা ক্রীড়ায় মেতে উঠছেন।