‘নিজেকে জিজ্ঞাস করা’
2023-01-03 13:14:37

আ রুং, তাঁর আসল নাম লিউ ওয়েই, চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। ১৯৯৪ সালের ১৩ জুলাই তিনি চীনের চ্যচিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন।

২০১৯ সালের ১৬ জুলাই আ রুং তাঁর প্রথম গান ‘তিমি মাছ’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। সেই বছরের ১ নভেম্বর তাঁর ব্যক্তিগত গান ‘তোমার উত্তর’ প্রকাশিত হয়। ২০২০ সালের ২ জানুয়ারি আ রুং-এর গান ‘আমার সঙ্গে সম্পর্কিত নয়’ বাজারে আসে।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আ রুং-এর গান ‘নিজেকে জিজ্ঞাস করা’। গানের কথায় বলা হয়, আমি বাতাসের মরুভূমি অতিক্রম করি, সেই ডাকার দিকে যাচ্ছি। এই ভালোবাসা যেন সময়ের দীর্ঘ নদী পার করছে। স্বপ্নে তোমার চুলে চুমু দিচ্ছি। তোমার হাসিমুখ খুঁজি। তবে এই পৃথিবী এত শান্ত, শুধু আমি দাঁড়িয়ে আছি। ভালোবাসা, ঘৃণা, এই পৃথিবীতে রাখি।

আচ্ছা, শুনুন এই গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন আ রুং-এর গান ‘পাঠানো হয় নি’। গানের কথায় বলা হয়, তুমি, আমি, যেন অপরিচিত মানুষের মত। তোমার পোস্টে লাইক দিতেও পারছি না। মনে এত কথা লুকিয়ে আছে, তোমার জন্যই। মুখ খোলার আগে তোমার শুভরাত্রি পেয়েছি। কিভাবে বলি, এই অস্পষ্ট অনুভূতি। মনে হয় তার নাম দুঃখ। যে কাজ করা ঠিক না, আমি তা করছি, যে মানুষকে ভালোবাসা যায় না, তবে তোমার প্রেমে পড়েছি।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘তোমাকে দেখতে চাই’। গানের কথায় বলা হয়, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, শুধুই তোমাকে দেখতে চাই। ভবিষ্যত হোক, অতীত হোক, আমি শুধু তোমাকে দেখতে চাই। যখন ভালোবাসা পুরান হয়, তোমাকে কয়েক শতাব্দী ধরে মিস করি। যদি অতীতে ফিরে যেতে পারি, তাহলে নিশ্চয় তোমাকে কোলে নেই। তোমার হাসি দেখে সব দুঃখ চলে যায়। জীবনও জেগে ওঠে। তোমায় হারালে, সব দৃশ্য যেন ধ্বংস হয়ে যায়। আমরা কি আবার দেখা করতে পারি?

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আ রুং-এর কণ্ঠে আরেকটি সুন্দর গান, গানের নাম ‘পাহাড় অতিক্রম করে তোমাকে দেখতে যাবো’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)