আলান দাওয়া ডলমা
2023-01-01 17:25:28

আলান দাওয়া ডলমা বা আলান ১৯৮৭ সালের ২৫ জুলাই সিছুয়ান প্রদেশের খাংদিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের পপসঙ্গীতের নারী কণ্ঠশিল্পী।

 

২০০৭ সালে তিনি একক প্রথম জাপানিজ গান "আগামীকালের স্তব" প্রকাশ করার মাধ্যমে জাপানের শোবিজে প্রবেশ করেন। ২০০৯ সালে তিনি প্রথম একক জাপানিজ অ্যালবাম "ভয়েস অফ আর্থ" প্রকাশ করেন। তাঁর গাওয়া জাপানি গান “দীর্ঘ নদী” জাপানের অরিকন তালিকার দৈনিক বিক্রয় চ্যাম্পিয়ন এবং সাপ্তাহিক বিক্রিতে তৃতীয় স্থান পায়। ফলে তিনি জাপানের অরিকন তালিকায় সেরা পারফর্মিং চীনা গায়িকায় পরিণত হন। ২০১০ সালে তিনি জাপানের একটি টিভি কার্টুনের জন্য থিমসং “হীরা” গেয়েছেন। ২০১১ সালে তিনি হু গে’র সঙ্গে টিভি নাটক “পাতলা বরফের উপর হাঁটা”র জন্য থিমসং “চিন্তার দৃঢ়তা” গেয়েছেন।

আসলে যখন তাঁর বয়স আট বছর, তখন থেকে আলান এরহু ও গান গাওয়া শিখতে শুরু করেন। মাধ্যমিক বিদ্যালয় লেখাপড়ার সময় তিনি পেশাদার এরহু প্রশিক্ষণ নিতে শুরু করেন। ২০০৩ সালের সেপ্টেম্বর তিনি পিএলএ জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের সামরিক সংস্কৃতি কলেজের কণ্ঠস্বর বিভাগে প্রবেশ করে বিখ্যাত কণ্ঠশিক্ষক লি শুয়াং চিয়াংয়ের কাছ থেকে শিক্ষা লাভ করেন। ২০০৫ সালের ১০ অগাস্ট তিনি কভার অ্যালবাম “অর্কিডের মধ্যে কণ্ঠস্বর” প্রকাশ করেন। এটি ছিল তাঁর ম্যান্ডারিন ভাষার অ্যালবাম। বন্ধুরা, এখন আমি আলানের অন্য একটি গান আপনাদের শোনাতে চাই, গানের নাম “পূর্ব দিকে লাল ক্লিফ”। এটি চলচ্চিত্র “লাল ক্লিফ-২”-এর থিমসং এবং তাঁর ২০০৮ সালে প্রকাশিত “হৃদয়ের প্রাচ্য” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। 

 

আলানের “হৃদয়ের প্রাচ্য” অ্যালবামে অন্য একটি গান “হৃদয়ের যুদ্ধ” চলচ্চিত্র “লাল ক্লিফ—১”-এর থিমসং। আলানের কণ্ঠস্বর তিন রাজ্য সময়পর্বের রোমান্টিক গর্ব গাওয়ার সঙ্গে সঙ্গে মানবজাতির মধ্যে মূল্যবান বন্ধুত্ব ও আশা-আকাঙ্ক্ষা গাওয়া হয়েছে।

 

চলতি বছরের ৩১ অক্টোবর আলান “একাকী” নামক গান প্রকাশ করেন। গানটি পাশাপাশি একটি কার্টুনের শেষ গান। খুব টাটকা একটি গান, তাইনা?

 

“এই সুন্দর পৃথিবীকে হতাশ করবে না” গানটি আলান ২০১৭ সালের ১০ মে প্রকাশ করেন। এটি ছিল একটি পুতুল নাটকের থিমসং। জাপানি কার্টুন ও প্রাচীনকালের সঙ্গে সংযুক্ত গানটির স্টাইল। নাটকের প্রধান চরিত্রের হৃদয় থেকে রূপান্তর লিরিক্সের সঙ্গে একটি রসাত্মক ও উষ্ণ নতুন সাহসী বিশ্ব তৈরী করে। 

‘বিচ্ছেদ’গানটি চলচ্চিত্র “দ্য উইন্ড গার্ডিয়ানস”র থিম সং। তিনি তো অনেক চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন, তাইনা? 

 

(প্রেমা/এনাম)