‘মেঘ মানচিত্র’
2022-12-31 13:44:07

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে প্রথমে পরিচয় দেবো চীনের খুব নামকরা কন্ঠশিল্পী হান গেং-এর এবং তাঁর গাওয়া সুন্দর গান শোনাবো। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে 'কত ভালবাসা বারবার বলা যায়' শীর্ষক গান। আশা করি তাঁর গাওয়া গান আপনাদের কাছে ভালোই লাগবে।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হান গেংয়ের কন্ঠে 'কত ভালবাসা বারবার বলা যায়' শীর্ষক গান। গানটি কেমন লেগেছে আপনাদের? এবারে আপনাদের জন্য রয়েছে তাঁর কন্ঠে 'মেঘ মানচিত্র' শীর্ষক গান। আশা করি গানটি ভাল লাগবে আপনাদের।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হান গেংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী রং জু এর’র পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। প্রথমে আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে 'শুধু বৃষ্টি পড়তে থাকে' শীর্ষক গান। আশা করি গানটি আপনাদের কাছে ভালোই লাগবে।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন রং জু এর’র কন্ঠে ‘শুধু বৃষ্টি পড়তে থাকে’ শীর্ষক গান। গানটি কেমন লেগেছে আপনাদের? এবারে আপনাদের জন্য রয়েছে তাঁর কন্ঠে 'পোকা মেয়ে' শীর্ষক গান। আশা করি গানটি ভাল লাগবে আপনাদের।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন রং জু এর’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী থাং ইয়ান’র গান শোনাবো। শুরুতেই আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে 'প্রতিভা' শীর্ষক গান। আশা করি গানটি আপনাদের কাছে ভালোই লাগবে।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন থাং ইয়ান’র কন্ঠে 'প্রতিভা' শীর্ষক গান। আশা করি আজ আমাদের অনুষ্ঠানে আমরা চীনের শিল্পী হান গেং, রং জু এর ও থাং ইয়ানকে চিনেছি এবং তাঁদের গাওয়া গানগুলো আপনাদের আনন্দ দিয়েছে। অনুষ্ঠানের শেষপ্রান্তে চলে এসে বিদায় নেবার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে শোনাবো 'আকামীকাল' শীর্ষক গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, 'আগামীকাল' শীর্ষক গান।  এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)