দেখতে দেখতে আমরা ২০২২ সালের শেষ দিকে চলে আসলাম। গেল বছরে আপনার জীবনে কী কী বড় পরিবতর্ন ঘটেছে এবং নতুন বছরেইবা কী কী প্রত্যাশা রয়েছে? আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব হাসান মাহমুদ। বর্তমানে তিনি একটি অলাভজনক প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগে সিনিয়র ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে এবং চায়না জিওসায়েন্সস বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছেন। তিনি ২০১০ সালে নানচিং বিশ্ববিদ্যালয়ে ”চায়না স্টাডিজ” বিষয়ে সামার স্কুলে অংশগ্রহণ করেন। চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি আশাবাদী। চলুন, তাহলে কথা বলি তাঁর সঙ্গে।