কাব্যময় লিরিকে সঞ্জীব চৌধুরী বাংলা গানে অত্যন্ত সিগনিফিকেন্ট নাম: বাপ্পা মজুমদার
আপন আলোয় এ পর্বে অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।
২৫ ডিসেম্বর ছিল আধুনিক বাংলা গানের বরপুত্র, অকালপ্রয়াত সংগীতজ্ঞ সঞ্জীব চৌধুরীর ৫৮তম জন্মবার্ষিকী। ১৯৬৪ সালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম ক্ষণজন্মা এ সংগীতগুণীর।
পেশায় সাংবাদিক সঞ্জীব চৌধুরী কাজ করেছেন আজকের কাগজ, ভোরের কাগজ এবং যায়যায়দিনসহ আরও কিছু পত্রপত্রিকায়। সাংবাদিকতাকে পেশা হিসেবে নিলেও পুরোপুরি সংগীত নিমগ্ন ছিলেন সঞ্জীব চৌধুরী।
গান রচনা, সুর করা আর গাওয়া- তিনটিতে তিনি বিশিষ্টতা দেখিয়েছেন।
বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে ১৯৯৬ সালে গঠন করেন ভিন্নধর্মী ব্যান্ড দলছুট।
গাড়ি চলে না, আমি তোমাকেই বলে দেব, কোন মেস্তরি নাও বানাইয়াছে, আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, সাদা ময়লা রঙিলা পালে, কথা বলবো না প্রভৃতি ব্যান্ড ও সলো অ্যালবামে সঞ্জীব চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান।
সঞ্জীব-বাপ্পা যুথবদ্ধতা আমাদের সংগীতাঙ্গনে একটি উল্লেখযোগ্য ঘটনা। সঞ্জীব চৌধুরীর কথা ও সুরে বাপ্পা মজুমদারের গাওয়া অনেক গান শ্রোতাদের মুখে মুখে ফেরে।
আপন আলোয় অনুষ্ঠানে মাহমুদ হাশিমের মুখোমুখি শিল্পী বাপ্পা মজুমদার।
সঞ্জীব-জয়ন্তী উপলক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সঞ্জীব চৌধুরীর স্মৃতিচারণ করেছেন বাপ্পা মজুমদার। বললেন এখনো তীব্রভাবে তার প্রিয় সঞ্জীব দাকে মিস করেন।
লিরিকের বিচারে, কাব্যময়তার বিচারে সঞ্জীব চৌধুরী আধুনিক বাংলা গানে অত্যন্ত ‘সিগনিফিকেন্ট’ একটি নাম বলে মনে করেন তিনি। যতদিন মানুষ সুস্থ বাংলা গানের চর্চা করবে ততদিন সঞ্জীব চৌধুরী একই রকম উজ্জ্বল থাকবেন বলেও মনে করেন জনপ্রিয় এ শিল্পী।
--------------------------------------------------------------------------------------
সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারেন আপনার মূল্যায়ন।
পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।
অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: রফিক বিপুল/মাহমুদ হাশিম।