চীনের ক্রীড়া জগতে দশটি গুরুত্বপূর্ণ নিউজ হলো:
2022-12-30 17:16:42

২০২২ সাল পার হয়ে যাচ্ছে। ২০২৩ সাল চলে এসেছে। ২০২২ সালে ক্রীড়া জগতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে- তা নিয়ে সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) একটি পর্যালোচনা করেছে। তাতে চীনের এবং বিশ্বের  শীর্ষ দশটি ক্রীড়া সংবাদ প্রকাশ করেছে সিএমজি।

চীনের ক্রীড়া জগতে দশটি গুরুত্বপূর্ণ নিউজ হলো:

বেইজিং শীত্কালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত। চীনের ক্রীড়াদল দুটি গেমসের ইতিহাসে শ্রেষ্ঠ সফলতা অর্জন করেছে।

১৬ বছর পর চীনের নারী ফুটবল দল আবার এশিয়া ফুটবল কাপের চ্যাম্পিয়ন হয়েছে।

চীনের পুরুষদের জিমন্যাস্টিক দল বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক অর্জন করেছে এবং প্যারিস অলিম্পিক গেমসের এই আইটেমে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেছে।

৫৬তম টেবিল টেনিসের দলীয় প্রতিযোগিতা চীনের ছেং তু শহরে অনুষ্ঠিত হয়েছে। চীনা পুরুষ ও নারী ক্রীড়াবিদগণ দলীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।

ওয়াং চিয়া নান অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের লং জাম্প আইটেমে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি হচ্ছেন চীনের প্রথম পুরুষের লং জাম্প আইটেমের বিশ্ব চ্যাম্পিয়ন।

লি বিং চিয়ে ৩ মিনিট ৫১ সেকেন্ডের মধ্যে নারী ৪০০মিটার ফ্রিস্টাইল সাঁতারে বিশ্ব রেকর্ড ভেঙেছেন।

চীনের ভারোত্তোলক লি ফা বিন বিশ্ব চ্যাম্পিয়শিপে তিনটি স্বর্ণপদক অর্জন করেছেন। ১৭৫ কেজি ভারোত্তোলন করে বিশ্ব রেকর্ড ভেঙেছেন তিনি।

চীনা দল আন্তর্জতাকি সাতার আসোসিয়েশনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৮টি স্বর্ণপদক অর্জন করেছে এবং স্বর্ণপদকের দিক দিয়ে শীর্ষ রয়েছে। চাইনিজ ডাইভিং দল সব ১৩টি স্বর্ণপদক অর্জন করেছে। চীনের সিঙ্ক্রোনাইজড সাঁতার দল ইতিহাসের শ্রেষ্ঠ মার্ক্স অর্জন করেছে।

চীনের পুরুষ ভলিবল দল ১০ বছরের পর আবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে।

চায়না মিডিয়া গ্রুপ পাঁচটি অলিম্পিক গোল্ডেন রিংস স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি, চুক্তিবদ্ধ হয়ে প্যারিস অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি অনুষ্ঠান তৈরিকারী জাতীয় রেডিও ও টেলিভিশনে পরিণত হয়েছে।

 

এবার আমরা বিশ্বের শীর্ষ দশ ক্রীড়া সংবাদের দিকে নজর দেব। সেগুলো হলো:

বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস দুটি বিশ্ব রেকর্ড এবং ১৭টি শীত্কালীন অলিম্পিক গেমসের রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে দর্শকদের সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে এবং রেটিংয়ের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।


আর্জেটিনা কাতার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে।

কেনিয়ার খেলোয়াড় ইলিউড কিপচোগে পুরুষ ম্যারাথন বিশ্ব রেকর্ড ভেঙেছেন।

রোমানিয়ার খেলোয়াড় ডেভিড পপোভিছ ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে বিশ্ব রেকর্ড ভেঙেছেন। বিশ্ব রেকর্ডটি ১৩ বছর ধরে স্থায়ী ছিল।

বিশ্বখ্যাত টেনিস খেলোয়াড রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস অবসর নিয়েছেন।

সার্বিয়ার খেলোয়াড় নোভাক জকোভিচ তাঁর ১০০০তম জয় পেয়েছেন।

সুউইডেনের খেলোয়াড় তিনবার হাই পোল ভল্টের বিশ্ব রেকর্ড ভেঙেছেন।

রিয়েল মাদ্রিদ ১৪তম বারের মতো ইউরোপীয় কাপের চ্যাম্পিয়ন হয়েছে। করিম বেনজেমা গোল্ডেন বল অ্যাওয়ার্ড পেয়েছন।

রনি ও’সুলিভান সপ্তমবারের মতো স্নুকার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। যা ইতিহাসে নতুন রেকর্ড।

মার্কিন খেলোয়াড় ক্যাটি লেডেকি বিশ্ব চ্যাম্পিয়নশিপের নারী ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি ব্যক্তিগত আইটেমে ৫বার চ্যাম্পিয়ন হন।

চীনের  ও বিশ্বের শীর্ষ দশ ক্রীড়া সংবাদের কোনটি আপনার মনে সবচেয়ে বেশি ছাপ ফেলেছে? ইমেইল বা ফেসবুকের এ পোস্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন।

 

 

(রুবি/এনাম)