‘উচ্চবিত্ত কর ফাঁকি দেওয়ায় মানসিক চাপে মধ্যবিত্ত’
2022-12-30 17:28:30

ব্যবসাপাতির ১০৬তম পর্বে যা থাকছে

# পছন্দের শীর্ষে চীনের ইউননান প্রদেশের ‘ফু’ চা

# পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের আবাসভূমি হাইনান

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যদি ব্যাংক কমিশন গঠন নাও করা হয় তারা কিন্তু বিশেষজ্ঞদের নিয়ে একটা স্বাধীন দল গঠন করতে পারে। এই টিমটা নিজেরা প্রতিবেদন করে ইন্টারনালি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে পারে। এভাবেও যদি সমস্যা চিহ্নিত করা যায় তাহলেও কিন্তু সমাধানের উদ্যোগ নেওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংকের যে পর্যবেক্ষণ ও তদারকি ব্যবস্থা, সেটার কারণে ব্যাংকখাতে যে প্রভাবটা পড়ার কথা ছিলো তা কিন্তু পড়েনি। তার মানে হলো কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কৌশল প্রত্যাশা অনুযায়ী কাজে আসছে না। ব্যাংকখাতের যে কোন অস্থিরতা কেবল অর্থনীতির উপরই পড়েনা, গ্রাহকদের উপরও পড়ে। কাজেই কমিশন বা কমিশনের মতো কিছু একটা গঠন করে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।“

-ড. মাহফুজ কবির

জ্যেষ্ঠ গবেষক

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ

 

 

“মধ্যবিত্তের জন্য করহার বোঝা হয়নি তবে বোঝা মনে হচ্ছে এ জন্য যে শুধু তারাই দিচ্ছে, অন্যরা দিচ্ছে না। মধ্যবিত্তের কষ্ট হচ্ছে কারণ আয়টা তার কাছে সমভাবে বণ্টিত হচ্ছে না। কিছু লোক টাকা নিয়ে যাচ্ছে তার কাছ থেকে, সেটা চাদাবাজি করে হোক আর বিভিন্ন সুযোগ দেওয়ার নামেই হোক। বড়রা এমন একটা পরিবেশ তৈরি করেছে যে মধ্যবিত্ত টিকতে পারছে না। এটা হতোনা যদি সবাই নিয়মতান্ত্রিকভাবে আয়-ব্যয়ের সীমার মধ্যে থাকতো।“

 

-ড. মোহাম্মদ আব্দুল মজিদ

সাবেক চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর