বরফের ফাটল একটি পরিবেশ সংক্রান্ত শব্দ- যা পাহাড় বা নদীর হিমায়িত এলাকায় দেখা যায়। ঠান্ডা বাতাস আঘাত হানার সঙ্গে সঙ্গে নদী ও হ্রদেরবরফে ফাটলের একটি দৃশ্য তৈরি হয়। এসময় বিভিন্ন আকারের ছিন্নভিন্ন বরফের টুকরা জলের উপর ভেসে ওঠে। দেখুন ছবিগুলো।