‘তুমি তাকে এত ভালোবাসো’
2022-12-29 11:03:17

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন গায়ক, সুরকার ও প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তার নাম লিন লোং সিউয়ান।  তাকে ‘প্রেমের গানের রাজা’ বলা হয়। তার গান রচনার দক্ষতা ব্যাপক প্রশংসিত। নিজের জন্য গান লেখার পাশাপাশি তিনি অন্যান্য গায়কের জন্য অনেক জনপ্রিয় গান রচনা করেছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে চেং চি হুয়ার কিছু সুন্দর গান শুনবো।  অনুষ্ঠানের শুরুতে শুনুন তার জনপ্রিয় একটি গান ‘তুমি তাকে এত ভালোবাসো’।গান ১

 

লিন লোং সিউয়ান ১৯৬৪ সালে তাইওয়ানের তাইচোং শহরের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন।  ছোটবেলা থেকে তার অসাধারণ সংগীত প্রতিভা দেখা যায়। ১০ বছর বয়সে তিনি পিয়ানো শিখতে শুরু করেন।  প্রাথমিক স্কুলের শেষে তিনি একটি ভালো সংগীত স্কুলে ভর্তি হয়ে চীনা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র শিখেন। ১৬ বছর বয়সে তিনি তার প্রথম চীনা বৈশিষ্ট্যময় সুর প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে চীনের ঐতিহ্যবাহী সংগীতের পাশাপাশি লিন লোং সিউয়ান পাশ্চাত্য সংগীতও শিখেছেন। এ সময় তিনি তাইওয়ান তরুণ প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পারফর্মেন্স করেছেন।  ১৯৮৬ সালে বন্ধুর উৎসাহে লিন লোং সিউয়ান একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং তৃতীয় পুরস্কার পান। এভাবে তার গায়ক জীবনের শুরু।গান ২

 


১৯৮৮ সালে লিন লোং সিউয়ান তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘বাতাসের শব্দ শুনো’ প্রকাশ করেন। সেই সময় তাইওয়ানের জনপ্রিয় সংগীত সাধারণত পাশ্চাত্য পপ সংগীত অনুকরণে তৈরি হতো। নিজস্ব কোনো বৈশিষ্ট্য ছিল না। তাই লিন লোং সিউয়ান এই অ্যালবাম তৈরি করার সময় পপ সংগীতে চীনা সংগীতের উপাদান ও নিজস্ব সংগীতের উপাদান যোগ করেন। তার এই চেষ্টা সংগীতশিল্পী ও দর্শকের স্বীকৃতি পায়। লিন লোং সিউয়ানের নিজের বৈশিষ্ট্যময় সংগীতশৈলীও গঠিত শুরু হয়। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে লিন লোং সিউয়ানের সুন্দর একটি গান ‘যেন হাজার বছর’।গান ৩

 

১৯৮৯ সালে লিন লোং সিউয়ানের দ্বিতীয় অ্যালবাম ‘রাগের প্রেমের গান’ মুক্তি পায়। আগের অ্যালবামের মতো এই অ্যালবামের গানগুলো তিনি রচনা করেছেন। এর গানগুলো প্রধানত প্রেমের গান। লিন লোং সিউয়ানের আবেগপূর্ণ কণ্ঠ ও কোমল সুরের মাধ্যমে প্রেমের সুক্ষ্ণ অনুভূতি সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। ফলে অ্যালবামটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। লিন লোং সিউয়ানও ‘প্রেমের গানের রাজা’ হিসেবে পরিচিত হন। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে খুব জনপ্রিয় একটি প্রেমের গান ‘তুমি কেন আমাকে ভুলে গেছো’।গান ৪

 

১৯৯২ সালে লিন লোং সিউয়ান নতুন অ্যালবাম ‘যথেষ্ট সাহসী নয়’ প্রকাশ করেন। অ্যালবামটি মুক্তির পরই বেশ জনপ্রিয় হয় এবং ৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়। সেই বছরে নিজের গান গাওয়া ছাড়া লিন লোং সিউয়ান অন্যান্য শিল্পীর জন্যও গান রচনা শুরু করেন। তিনি হংকংয়ের গায়িকা ও অভিনেত্রী চৌ হুই মিনের জন্য গান ‘পরচর্চা’ লিখেছেন। গানটি অপ্রত্যাশিত জনপ্রিয়তা পায়, চৌ হুই মিনও এই গানের জন্য আরো বেশি মানুষের কাছে পরিচিত হন।   বন্ধুরা, এখন শুনুন লিন লোং সিউয়ান ও চৌ হুই মিন একসঙ্গে গাওয়া জনপ্রিয় গান ‘পরচর্চা’।গান ৫


 


গান গাওয়া ও গান রচনার পাশাপাশি লিন লোং সিউয়ান নিজস্ব সংগীত স্টুডিও প্রতিষ্ঠা করেন; সংগীত প্রযোজকের কাজ শুরু করেন। অনেক শিল্পী তার গানের জন্য জনপ্রিয়তা পায়। তা ছাড়া লি লোং সিউয়ানও বাদ্যযন্ত্র দল প্রতিষ্ঠা করেন, বিভিন্ন শহরে পিয়ানো কনসার্ট ট্যুরও আয়োজন করেন।  বন্ধুরা, এখন শুনুন লিন লোং সিউয়ানের একটি সুন্দর গান ‘তোমাকে ভালোবাসবো বৃদ্ধ পর্যন্ত’।গান ৬

 

এখন লিন লোং সিউয়ান প্রধানত শিক্ষক ও সংগীত অনুষ্ঠানে বিচারকের কাজ করেন। নিজ কম গান গাইলেও অন্যদের জন্য গান রচনা করে থাকেন; আর তার রচিত গানগুলো জনপ্রিয় হয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে লিন লোং সিউয়ান লিখিত একটি সুন্দর পিয়ানো সুর ‘মেরু দিন’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ইমেল করুন। আমার ইমেল ঠিকানা: chengmin@cri.com.cn ।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।