চপস্টিকস ব্রাদার্স
2022-12-28 14:01:09

২০০৭ সালে মুল-ভূভাগের তরুণ পরিচালক শিয়াও ইয়াং এবং সঙ্গীতজ্ঞ ওয়াং থাইলি’র সঙ্গে সঙ্গীতদল চপস্টিকস ব্রাদার্স প্রতিষ্ঠা করেন। একই বছর তাঁরা সঙ্গীত চলচ্চিত্র “পুরুষ গেইশার স্মৃতিচারণে” অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রের থিমসং “শুভ কামনা, আমার প্রিয়” গান গেয়েছেন। গানটি ইন্টারনেটে জনপ্রিয় হয়ে উঠে।

২০০৮ সালে চপস্টিকস ব্রাদার্স “তুমি কোথায়” নামক সঙ্গীত চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রের একই নামের থিমসং গেয়েছেন। ২০১০ সালের ২৮ অক্টোবর চপস্টিকস ব্রাদার্সের নিজের লেখা, পরিচালনা করা ও অভিনয় করা চলচ্চিত্র “পুরনো ছেলে” মুক্তি পায়। তারা চলচ্চিত্রের একই নামের গান “পুরনো ছেলে” গেয়েছেন। 

 

২০১১ সালের ২১ এপ্রিল চপস্টিকস ব্রাদার্সের নিজের লেখা, পরিচালনা করা ও অভিনয় করা চলচ্চিত্র অনুপ্রেরণামূলক ভিডিও “চূড়ান্ত বিজয়ী” ইন্টারনেটে মুক্তি দেয়া হয়।  একই বছরের অক্টোবর তারা একটি অনুপ্রেরণামূলক কমেডির জন্য থিমসং “আমাদের পথ” গেয়েছেন। নভেম্বর মাসে তারা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পরিচালক জেফরি লাউ’র নতুন বছরের কমেডিতে অভিনয় করেন। এবং ২১ ডিসেম্বর চপস্টিকস ব্রাদার্স ভিডিও ওয়েবসাইটের সঙ্গে তৈরী চলচ্চিত্র “পিতা” সারা দেশে মুক্তি দেয়া হয়। তারা সংক্ষিপ্ত চলচ্চিত্রটির জন্য একই নামের গান “পিতা” গান। 

২০১৪ সালের ২৯ মে চপস্টিকস ব্রাদার্স চলচ্চিত্র “ওল্ড বয়: দ্য ওয়ে অফ দ্য ড্রাগন”-এর প্রচারের গান “ছোট আপেল” প্রকাশ করে। এবং ১০ জুলাই তাদের অভিনয় করা চলচ্চিত্রটি বেইজিংয়ে প্রথমবারের মতো মুক্তি পায়। অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া ‘ছোট আপেল” গানটির কভার সংস্করণ গ্রন্থস্বত্ব কিনেছে। নভেম্বরে চপস্টিকস ব্রাদার্স দক্ষিণ কোরীয় মেয়ে সঙ্গীতদল টি-এআরএ’র সঙ্গে সহযোগিতা করে গানটির কোরীয় ভাষা এমভি’র শুটিংয়ে অংশ নেন। আর ২৩ নভেম্বর ৪২তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, এএমএ-এ পরিবেশন করে “ছোট আপেল” গানটি গেয়েছেন। ফলে তারা এএমএ  মঞ্চে পরিবেশন করা প্রথম চীনা ভাষা শিল্পীদলে পরিণত হন। একই  সময় তারা “ছোট আপেল” গানটি দিয়ে “বার্ষিক সেরা আন্তর্জাতিক পপসঙ্গীত পুরস্কার” জিতে। 

“আমি কখনও নিউইয়র্কে যাই নি” গানটি চপস্টিকস ব্রাদার্স চলচ্চিত্র “ওল্ড বয়: দ্য ওয়ে অফ দ্য ড্রাগন”-এর জন্য গাওয়া শেষ গান। গানটি জার্মানির ক্লাসিক গান “ইছ ওয়ার নছ নেইমালস ইন নিউইয়র্ক” থেকে অভিযোজিত হয়। 

 

(প্রেমা/এনাম)