‘যদি তোমাকে ছাড়া’
2022-12-28 19:21:25

সিয়াও জিং থেং, ১৯৮৭ সালের ৩০ মার্চ চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীত মহলের একজন বিখ্যাত পপ সংগীতশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেতা ও গীতিকারও বটে।

 

২০০৭ সালে সিয়াও জিং থেং নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তিনি সংগীত মহলে যোগ দেন। ২০০৮ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘সিয়াও জিং থেং’ বাজারে আসে। প্রকাশের প্রথম সপ্তাহেই এই অ্যালবাম সংগীত তালিকার শীর্ষস্থান দখল করে। ২০০৯ সালে সিয়াও জিং থেং তাইপেই শহরে নিজের প্রথম কনসার্ট আয়োজন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়াও জিং থেং-এর গান ‘সাধারণ মানুষের গান’। গানের কথায় বলা হয়, তুমি, আমি সবাই সাধারণ মানুষ, এই পৃথিবীতে থাকি। সারা দিন পরিশ্রম করি, এক মুহূর্তও বিশ্রাম করি না। আমরা দেবতা নই, তাহলে নিশ্চয় নিজের চিন্তা থাকে। কত পুরুষ, প্রিয় মেয়ের জন্য রাগ করে, কত দম্পতি, স্বার্থ বিবেচনা করে বিদায় হয়। জীবন এত ছোট, কেন শুধু একজনকে ভালোবাসা। তোমাকে জিজ্ঞেস করি, এই বিশ্ব কি মানুষের জন্য পরিবর্তন হয়?

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়াও জিং থেং-এর গান ‘যদি তোমাকে ছাড়া’। গানের কথাগুলো এমন: আমি সত্যি তোমার কথা মিস করি। এখন জানালার বাইরে আবার বৃষ্টি হয়। তবে চোখ এত শুকনো, মন কাঁদছে। তুমি এখন কোথায় আছো। আমি সত্যি তোমায় খুব মিস করি। এত বেশি অনুভূতি, তবে যে কথা সবচেয়ে বলতে চাই, কিভাবে শুরু করি। তুমি কি আমার মত আমাকে মিস করছো? যদি তোমাকে ছাড়া, যদি অতীতের কথা ছিল না।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সিয়াও জিং থেং-এর গান ‘রাজকুমারের নতুন কাপড়’। গানের কথাগুলো এমন: ঘুমালেও ক্লান্তি লাগে। চুল যেন ঘাসের মত। আয়নার সামনে নিজের কাপড় দেখি। যদি রাজকুমারের কাপড় আমি বাছাই করতে পারি। যদি রাজকুমার নতুন পোশাক পরে তোমাদের কাছে সঙ্গে হাজির হয়। তোমাদের অনুভূতি দেখতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই সিয়াও জিং থেং-এর আরেকটি গান, গানের নাম ‘অশেষ প্রেম’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।