‘অর্ধেক জীবন’
2022-12-27 19:18:53

আ ইউ ইউ, ১৯৯৫ সালের ২ মার্চ চীনের ইনারমঙ্গোরিয়ায় জন্মগ্রহণ করেন, তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০১৯ সালের ৭ মার্চ তাঁর প্রথম গান ‘বিরক্তিকর’ রিলিজ হয়।

বন্ধুরা, এখন শুনুন আ ইউ ইউ’র গান ‘অর্ধেক জীবন’। গানের কথায় বলা হয়, বাতাসে ভেসে দূরে ভ্রমণ করতে চাই। নদী তীরের সে নগর পুরানো হয়েছে। সে বছর কার জন্য থাকে, কার জন্য চলে যায়। বর্তমান সময়ের মানুষ তা বোঝে না। এই অর্ধেক জীবনে নতুন মানুষ আসে, পুরানো বন্ধু চলে যায়। অর্ধেক জীবন কে আমার সঙ্গে থাকবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আ ইউ ইউ’র গান ‘পুরোনো স্বপ্ন’। গানের কথায় বলা হয়, মানুষের জীবনে এমন প্রেম থাকে, মুহূর্ত আসে, মুহূর্ত চলে যায়। কে আমার স্বপ্নের মাঝে পৌঁছাতে পারে। স্বপ্নে তুমি আগের মতও, যদি আগে জানতাম প্রেমের এমন ফলাফল, তাহলে কেন এত বেশি ভালোবাসা দিতাম। মানুষের মধ্যে সম্পর্ক কত জটিল, প্রেম যেন বাতাস, যেন নদীর পানি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আ ইউ ইউ’র গান ‘তুমি যেন শীত্কালের মত’। গানের কথায় বলা হয়, দূরের সে, কার জন্য, সময় অপেক্ষা করে। কে, কার জন্য চাঁদের মতো মাতাল হয়। কে এই জীবনকে ভালো বুঝতে পারে। মিলন আর বিদায়, এটা আসলেই কপাল। তুমি যদি শীত্কালে আসো, তাহলে পুরো শহরকে সাদা করে সাজিয়ে দেবো। তোমাকে আমার ভালোবাসা যেন তুষারের মত বাতাসে উড়ে। তুমি যদি শীত্কালে আসো, তাহলে সব ভালোবাসা হিমায়িত হবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, এর নাম ‘তাঁকে খুঁজি’। গানের কথাগুলো এমন: হাজার মাইল মরুভূমি পার হয়েছি। গভীর পাহাড়েও খুঁজেছি। প্রাচীন সড়কের বরফ ঘোড়াকে হিমায়িত করেছে। দেখতে দেখতে বসন্তের ফুল ফুটেছে। সারা জীবন শুধু তাকে খুঁজতে চাই। বার বার স্বপ্নে সে আসে, মানুষের ভিড়ে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আ ইউ ইউ-এর গাওয়া আরেকটি গান। গানের নাম ‘ভালোবাসার জিজ্ঞাসা’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।