‘যুক্তি নেই’
2022-12-25 17:36:40

চিন রুন জি, ১৯৮১ সালের ৪ ডিসেম্বর চীনের চি লিন প্রদেশ জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মুল ভূভাগের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি এক সময় আলিলাং সংগীত ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ছিলেন।

 

২০১৪ সালের ১০ এপ্রিল চিন রুন জি’র প্রথম অ্যালবাম ‘তোমার মনে আছে কি?” চীন এবং দক্ষিণ কোরিয়ায় মুক্তি পায়। ২০১৫ সালের ৮ মে, চিন রুন জি’র গান ‘পথ’ প্রকাশিত হয়। একই বছরের ১৭ জুলাই তাঁর অ্যালবাম ‘ধীরে ধীরে পথের দৃশ্য উপভোগ করুন’ রিলিজ হয়।

 

বন্ধুরা, এখন শুনুন চিন রুন জি’র গান ‘যুক্তি নেই’। গানের কথায় বলা হয়, যুক্তি নেই, এখনো তাকে মিস করি। যুক্তি নেই, কার জবাবের অপেক্ষা করি। যুক্তি নেই, ব্যথাকে হাসির কথা মনে করি। সেদিন তোমার চলে যাওয়ার ছায়া, এখনো আমার মনে আছে। কেন চলে যেতে হয়? শুধু আমি রাত জেগে থাকি। তোমাকে আমার সব কিছু দিয়েছি, যুক্তি নেই, তবে তাকে ভালোবেসেছি।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চিন রুন জি’র গান ‘দূরের তুমি, আমার সবচেয়ে কাছের প্রেম’। গানের কথায় বলা হয়, জীবনের দৃশ্য থামে নি। যখন একাই পিছনের দিকে তাকাই, তোমার ভালোবাসা কাছে অপেক্ষা করে। সময় চলে যায়, জীবনের আনন্দ দুঃখ আমাকে অবরুদ্ধ করে। শুধু তুমি পৃথিবীর শেষ প্রান্তে আমার জন্য অপেক্ষা করো। নিশ্চুপ রাতে, মনের কথা কাকে বলা যায়।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘জীবিত থাকা’। গানের কথায় বলা হয়, তোমার ছোটবেলায় বাসায় ফেরার পথ মনে রাখতে হয়, তোমার মনে রাখতে হয়, যদি আদর্শ কোনো জায়গায় নিভে যায়, কোনো আলো তোমার অপেক্ষা করবে কি? স্বপ্নের পিছনে যাচ্ছি। ভুলে যাই কিসের জন্য মনে ব্যথা হয়। ভুলে যাই বিজয়ীর দুঃখও আছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে আপনাদের শোনাচ্ছি চিন রুন জি’র গান ‘বিদায়’। গানের কথাগুলো এমন: চাঁদের কবিতা, চিঠি দেখে যেন তোমাকে দেখছি। যদিও তা ছোট ব্যাপার, তবুও স্বপ্ন থেকে জেগে বুঝতে পেরেছি। শান্ত মন্দিরে, ছায়া ধরা যায় না। আমি সারা জীবন দিয়ে তোমার নাম লিখি।

আচ্ছা, শুনুন এই গান।