চিয়াও মাইছি
2022-12-25 13:47:00

চিয়াও মাইছি ১৯৯৬ সালের ৪ অক্টোবর চীনের শানতোং প্রদেশের ওয়েফাং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন কণ্ঠশিল্পী, গীতিকার ও অভিনেতা। তিনি শেনইয়াং কনজারভেটরি অব মিউজিক থেকে স্নাতক হন।

 

যখন তিনি মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় গ্রেডে পড়েন, তখন তিনি গান সৃষ্টি শুরু করেন। এটা তিনি মনোভাব ও ধারণা প্রকাশ করার ভালো উপায়ে পরিণত করেন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার প্রথম বছরে তিনি নিজের প্রথম সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন। তারপর তিনি বেশ কয়েকটি মূল গান সৃষ্টি করেন।

 

কিছুক্ষণ আগে আপনারা যে “ব্লাশিং চোর” গানটি শুনেছেন, তা চিয়াও মাইছির ২০১৬ সালের ২৫ জুলাই প্রকাশিত একটি গান। গানটি তাঁর একই নামের প্রথম মূল লোক ডিজিটাল অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। অ্যালবাম প্রকাশ করার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি তিনি পরপর বেশ কয়েকটি মূল গান সৃষ্টি করেন। “তোমার জন্য অপেক্ষা উল্লেখযোগ্য নয়” এর মধ্যে অন্যতম।

 

২০১৮ সালের ২৭ এপ্রিল চিয়াও মাইছি একক মূল গান “আমার নাম” প্রকাশ করেন। একই বছরের ১ জুন এবং ৮ নভেম্বর তিনি পরপর দু’টো মূল একক গান “বড় মানুষ” ও “ঝনঝন যৌবন বিদায়” প্রকাশ করেন। 

 

২০১৯ সালের ৩০ জানুয়ারি, চিয়াও মাইছি অন্য কয়েকজন কণ্ঠশিল্পীর সঙ্গে গাওয়া গান “বাড়ি থেকে সবচেয়ে কাছের পথ” প্রকাশিত হয়। সেবছর ১৪ মার্চ তিনি অন্য একজন কণ্ঠশিল্পীর জন্য সৃষ্ট গান “ঠিক তুমি” প্রকাশিত হয়। আর ২৫ মার্চ তাঁর গাওয়া “আজই তোমাকে দেখতে চাই” প্রকাশিত হয়। একই বছরের ২৪ এপ্রিল তিনি প্রথম একক অ্যালবাম “আমার নাম” প্রকাশিত হয়। এতে “আমি তোমাকে পছন্দ করি” ও অ্যালবামের শিরোনাম গানসহ মোট দশটি গান অন্তর্ভুক্ত হয়। তাহলে এখন আমি গানটি আপনাদেরকে শোনাচ্ছি। একই বছর ৩০ মে তাঁর “তুমি ছিলে যুবক” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। আর ৮ জুন তিনি টিভি নাটক “তুমুল বাতাস”-এর জন্য গাওয়া গানটি প্রকাশ করেন।

চিয়াও মাইছি শুধু গান গান তা নয়, বরং নিজের জন্য ও অন্যদের জন্য গান সৃষ্টি করেন। 

 

(প্রেমা/এনাম)