‘জ্যোৎস্না ডিস্কো’
2022-12-25 19:42:47

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

আজকের অনুষ্ঠানে চীনের একজন বিখ্যাত নারী কন্ঠশিল্পীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চাং ছিয়াং। তিনি গত শতাব্দীর ৮০’র দশকে চীনে সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পী ছিলেন। তিনি চীনে ডিস্কো ও ইলেকট্রনিক সংগীতের ধারায় নেতৃত্ব দিয়েছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। প্রথমে শুনুন চাং ছিয়াংয়ের কন্ঠে ‘জ্যোৎস্না ডিস্কো’ শীর্ষক গান। গানটি খবুই জনপ্রিয় ছিল। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং ছিয়াংয়ের কন্ঠে ‘জ্যোৎস্না ডিস্কো’ শীর্ষক গান। চাং ছিয়াং ১৯৬৭ সালে চীনের বেইজিংয়ের একটি সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চায়না ফিল্ম অর্কেস্ট্রা সিম্ফনি অর্কেস্ট্রার বেহালাবাদক। ছোট থেকেই তিনি মায়ের কাছে বেহালা বাজানো শিখেন। সেই সময়ে চায়না ফিল্ম অর্কেস্ট্রা সিম্ফনি অর্কেস্ট্রাতে সংগীত পরিবেশন করা ছাড়া বিভিন্ন চলচ্চিত্র, ডকুমেন্টারি, টিভি নাটকের জন্য রেকর্ড করতেন, এসব সংগীত চাং ছিয়াংর সংগীতের প্রাথমিক ধারণা তৈরি করে। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে চাং ছিয়াংয়ের কন্ঠে ‘রাত থেকে ভোর’ শীর্ষক গান।

(গান ২)

বন্ধুরা, মায়ের কাজের জন্য চাং ছিয়াং অনেক বিদেশি পপ গানও শুনেছেন, যা পরবর্তীতে তার সংগীতশৈলীর ওপর বড় প্রভাব ফেলে। ১৯৮৩ সালে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ার সময় চাং ছিয়াং একটি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরের বছর তিনি চীনা কেন্দ্রীয় টিভি স্টেশন আয়োজিত তরুণ গায়ক প্রতিযোগিতায় অংশ নেন। এ দুই প্রতিযোগিতায় পুরস্কার না পেলেও চাং ছিয়াংয়ের বিশেষ কণ্ঠ ও সংগীতশৈলী অনেকের মনে ছাপ ফেলে। বন্ধুরা, এখন আমরা চাং ছিয়াংয়ের কন্ঠে ‘তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারি না’ শীর্ষক গান শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং ছিয়াংয়ের কন্ঠে ‘তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারি না’ শীর্ষক গান। ১৯৮৫ সালে চাং ছিয়াং মায়ের সাহায্যে তার প্রথম অ্যালবাম ‘টোকিও রাত’ প্রকাশ করেন। অ্যালবাম প্রকাশের পরই চাং ছিয়াংয়ের বিশেষ কণ্ঠ ও তখনকার চীনে অপ্রচলিত ডিস্কো অনেকের দৃষ্টি আকর্ষণ করে। দ্রুত সেই অ্যালবাম ২৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়। মানুষও চাং ছিয়াংয়ের নাম জানতে পারে। বন্ধুরা এখন আমরা শুনবো চাং ছিয়াংয়ের কন্ঠে সুন্দর গান ‘বিরক্তিকর শরৎ বাতাস’। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং ছিয়াংয়ের কন্ঠে ‘বিরক্তিকর শরৎ বাতাস’ শীর্ষক গান। প্রথম অ্যালবাম প্রকাশের পরের দুই বছরে চাং ছিয়াং অনেক অ্যালবাম প্রকাশ করেন এবং সবগুলো জনপ্রিয়তা পায়, বিশেষ করে তার অ্যালবাম ‘লাজুক মেয়ে’ ৪২ লাখেরও বেশি কপি বিক্রি হয়। তার গান প্রধানত ডিস্কো ও ইলেকট্রনিক গান। বন্ধুরা, এখন শুনুন চাং ছিয়াংয়ের কন্ঠে ‘আমাকে আর জিজ্ঞেস করবে না ডিস্কো কি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং ছিয়াংয়ের কন্ঠে ‘আমাকে আর জিজ্ঞেস করবে না ডিস্কো কি’ শীর্ষক গান। তিনি ‘চীনা ডিস্কো রানী’ হিসেবে পরিচিতি পান; তিনি চীনের ডান্স মিউজিক সৃষ্টি করেন। ১৯৮৬ সালে চাং ছিয়াং যুক্তরাষ্ট্রের টাইমস সাপ্তাহিকে সাক্ষাত্কার দেওয়া প্রথম চীনা গায়িকা। পাশাপাশি, তিনি বিশ্বে বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গায়িকার খেতাব পান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আপস করবো না’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)