কফি হাউসের আড্ডা: জনাব খাইরুল ইসলামের চোখে ডিজিটল প্রশাসনের ভবিষ‍্যত
2022-12-24 17:04:46

৫জি উন্নয়নের সাথে সাথে ডিজিটল অথর্নীতি এবং ডিজিটল প্রশাসনের বিষয় ক্রমশ মানুষের দৃষ্টি আকষর্ণ করছে। বিশেষ করে মহামারীর প্রেক্ষাপটে ডিজিটল উন্নয়নের আরো চাহিদা ও সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক বাংলাদেশী শিক্ষাথর্ী চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে অধ‍্যায়ন করছেন। জনাব খাইরুল ইসলাম এর মধ‍্যে একজন। তিনি এখন নানচিং বিশ্ববিদ‍্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগে ডিজিটল প্রশাসন ও সরকার বিষয়ে পিএইচডি অধ‍্যায়ন করছেন। এর আগে তিনি শানতুং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ইন প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টারস করেন। তিনি বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। চলুন, তাহলে কথা বলি তাঁর সঙ্গে।