হান লেই
2022-12-20 10:29:26

হান লেই ১৯৬৮ সালের ২৩ ফেব্রুয়ারি চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হোহোট শহরে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট্রাল কনজারভেটরি অফ মিউজিক মাধ্যমিক বিদ্যালয় থেকে স্নাতক হন। চীনের মূল-ভূভাগের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি।

 

১৯৯১ সালে হান লেই চীনের পপসঙ্গীত মহলে প্রবেশ করেন। জুলাই মাসে তিনি বেইজিংয়ে অনুষ্ঠিত “নতুন শিল্পী নতুন কণ্ঠস্বর” নামক বৃহত্ পরিবেশনায় অংশ নেন। ১৯৯৬ সালে তিনি নিজের তৈরি প্রথম একক অ্যালবাম “প্রেম পোকা” প্রকাশ করেন।

 

“আকাশে নর্থমুর নেই” টিভি নাটক  “বর্ষ বলয়”-এর শেষ গান। গানটি ১৯৯৩ সালে প্রকাশিত হয় এবং হান লেই-এর “বর্ষ বলয়” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। 

 

১৯৯৭ ও ১৯৯৮ সালে তিনি পর পর দু’বার করে সিসিটিভির বসন্ত উত্সব গালায় গান গেয়েছেন। এরই মধ্যে ১৯৯৮ সালে তাঁর গাওয়া “সর্বত্র হাঁটা”গানটি জনসাধারণের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠে। গানটি আসলে একটি টিভি নাটকের থিম সং এবং ১৯৯৩ সালের ২৬ মে প্রকাশিত টিভি নাটকের মূল সাউন্ড অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি ১৯৯৪ সালের অগাস্টে প্রথম বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসে ১৯৯৩ সালের বার্ষিক দশটি গোল্ড সং পুরস্কার জিতে। 

 

“কচি ফুল ফোটে”হান লেই-এর একটি টিভি নাটকের জন্য গাওয়া একটি গান। গানটি ২০১৬ সালের জুলাই মাসে প্রকাশিত হয়। গানটির লিরিক্সগুলি নাটকের গল্প এবং আবেগ সার্বিকভাবে সংক্ষিপ্ত করার পাশাপাশি প্রত্যেক কবিতার মতো সুন্দর বাক্য নেটিজেনদের প্রশংসা পায়। হান লেই-এর বৈশিষ্ট্যময় কণ্ঠস্বর গল্পের আঁকাবাঁকা পুরোপুরিভাবে প্রকাশ করে। তিনি নিজের প্রাধান্য কাজে লাগিয়ে সময়ের মধ্য দিয়ে অভিজ্ঞতা, পরিপক্ব পুরুষের কণ্ঠস্বর গানে যোগ দেন।

 

“মূল আকাঙ্ক্ষার প্রতি সত্য থাকুক” গানটি হান লেই  থান ওয়েই ওয়েই’র সঙ্গে গাওয়া একটি যৌথ গান।গানটি ২০১৬ সালের ১৯ অক্টোবর“চির দিন লং মার্চ—লাল বাহিনীর লংমার্চ বিজয়ী হবার ৮০তম বার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠানে”প্রথমবারের মতো গাওয়া হয়। গানটি হান লেই’র ২০১৭ সালের মার্চ মাসে প্রকাশিত অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। একক গানটি আসলে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়। গানটি পর পর অনেক পুরস্কার জিতে। থান ওয়েই ওয়েই’র সঙ্গে সহযোগিতা করেছেন কারণ তিনি তরুণ-তরুণীদের জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী।  

 

“বজ্রপাতের আরেকটি শব্দ হল”হান লেই’র গাওয়া একটি গান। গানটি “বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসে ১৯৯৮ বার্ষিক দশটি গোল্ড সং” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। 

 

(প্রেমা/এনাম)