থিয়ান জেন
2022-12-20 10:43:51

থিয়ান জেন ১৯৬৬ সালের ২ মে চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের পপসঙ্গীত গায়িকা, সুরকার ও অভিনেত্রী।

 

১৯৮৭ সালে তিনি চায়না ওরিয়েন্টাল পারফর্মিং আর্টস গ্রুপের সঙ্গে সহযোগিতা করে “শেষ মুহূর্ত” গানটি পরিবেশন করে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৯৮৮ সালে তিনি টোকিও বিশ্ব পপসঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী পুরস্কার জিতেন। ১৯৯১ সালে তিনি একটি টিভি নাটকের জন্য থিমসং গেয়ে “১০টি শীর্ষ চীনা চলচ্চিত্র ও টিভি গায়ক” পুরস্কার জিতেন। ১৯৯৫ সালে তিনি হংকং রেড স্টার প্রোডাকশন কোম্পানিতে যোগ দেন এবং একক গান “অধ্যবসায়” প্রকাশ করেন।

১৯৯৬ সালে থিয়ান জেন নিজের নামে অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের বিক্রয় পরিমাণ ৯ লাখের বেশি ছিল। এটি একটি সুন্দর ও টাটকা অ্যালবাম। থিয়ান জেনের সঙ্গীত ভারী নিম্ন মধ্যম কণ্ঠস্বরের জন্য বিখ্যাত। এছাড়া রক, লোক ছড়া, কান্ট্রি মিউজিক ও জাতীয় সঙ্গীত রয়েছে। শ্রোতারা গানের আবেগ এবং “থিয়ান জেন সঙ্গীত”-এর আত্মা বুঝতে পারে। 

 

১৯৯৭ সালের ৬ ফেব্রুয়ারি থিয়ান জেন সিসিটিভির বসন্ত উত্সব গালায় পরিবেশন করেন। নভেম্বরে তিনি তাঁর দ্বিতীয় একক অ্যালবাম “এটা হতে দাও” প্রকাশ করেন। একই মাসে তিনি একটি টিভি নাটকের জন্য থিমসং ও শেষ গান গেয়েছেন। 

২০০০ সালে থিয়ান জেন নতুন রেকর্ডিং কোম্পানি “গো ইস্ট এন্টারটেনইমেন্ট কো লিমিডেটে যোগ দেন। সে বছর তিনি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি সিসিটিভির বসন্ত উত্সব গালায় পরিবেশন করেছেন। জুলাই মাসে তিনি চীনের মূল-ভূভাগ, হংকং, তাইওয়ান এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশে একক অ্যালবাম “শক” প্রকাশ করেন। তিনি নিজেই অ্যালবামের প্রযোজক হন। অ্যালবামে মোট ১০টি গান অন্তর্ভূক্ত হয়। 

 

“পাখিগুলো এখনো বৃষ্টিতে উড়ে বেড়ায়” হলো থিয়ান জেনের ২০০১ সালের শেষ নাগাদ প্রকাশিত তাঁর অনুরাগীদের জন্য শ্রেষ্ঠ উপহার। এটি একটি সিলেক্টিড অ্যালবাম। ১৫টি পুরনো ও নতুন গান ছাড়া অ্যালবামে ৭টি মূল সংস্করণ এমটিভি অন্তর্ভূক্ত হয়। অনুরাগীদের সবচেয়ে বড় চমক এতে অন্তর্ভূক্ত হয়। বন্ধুরা,  অ্যালবামের শিরোনাম সংগীতটি হলো নতুন একটি গান। 


(প্রেমা/এনাম)