গ্রামীণ উন্নয়নে যৌথ উন্নয়ন ব্যবস্থাপকের ভূমিকা
2022-12-19 14:13:37

“ভাই, ছাং নান জেলার ৫শ’ কেজির শাকসবজি লাগবে। সময় মতো দিতে পারবেন?” জেচিয়াং প্রদেশের দক্ষিণের পাহাড়ী অঞ্চলের ওয়েনছেং জেলার নান থিয়ান থানার “ওয়েনছেং পরিবার” নামক গ্রামের লাইভ স্ট্রিমিং ঘাঁটিতে “যৌথ উন্নয়ন ব্যবস্থাপক” চৌ হাই ইয়ান হুয়াংসিন পারিবারিক খামারের দায়িত্বশীল ব্যক্তি লিউ ই মিনের সঙ্গে সুষ্ঠুভাবে অর্ডারের চুক্তিতে পৌঁছান।

 

নান থিয়ান থানা পাহাড়ী সবজির প্রধান উত্পাদন অঞ্চলে অবস্থিত। কিন্তু আগে "শীত্কালীন সবজি” বিক্রির পথ সংকীর্ণ ছিল। ফলে শীত্কালে প্রচুর মাটি অব্যবহৃত ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু চৌ হাই ইয়ান থানাটির প্রথম দফা “যৌথ উন্নয়ন ব্যবস্থাপক”নিযুক্ত হবার পর তিনি উ ইয়াং গ্রামে “সবজি সহকারী উন্নয়ন পরিকল্পনা” তৈরি করে, স্থানীয় সবজি চাষী এবং গ্রিনটাউন কমিউনিটির মালিক-ক্লায়েন্টের মধ্যে “মাধ্যম” হন। শুধুমাত্র এক সপ্তাহে ৪ সহস্রাধিক অর্ডার পেয়ে পুরো গ্রামে ১.২ লাখের বেশি ইউয়ান আয় বেড়েছে।

 

চলতি বছরের মার্চ মাসে ওয়েন ছেং জেলা “যৌথ উন্নয়ন ব্যবস্থাপক” নির্বাচন ব্যবস্থা অন্বেষণ করে, প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার, দক্ষ শ্রমিক ও গ্রামের প্রতিভাবান ব্যক্তিসহ বিভিন্ন গ্রুপ থেকে ৮৭জন “যৌথ উন্নয়ন ব্যবস্থাপক” বেছে ৩ বছর কার্যমেয়াদ নিযুক্ত দেয়।

 

সাধারণ প্রতিষ্ঠানের উন্নয়ন ম্যানেজার থেকে “যৌথ উন্নয়ন ব্যবস্থাপক” নির্বাচনের মৌলিক নীতি হলো কিছু সত্ত্ব শিল্প ভিত্তি অথবা সম্পদ প্রাধান্য ও সুষ্ঠু জনসাধারণ ভিত্তি, বিশেষ করে গ্রামকে শক্তিশালী করা এবং মানুষকে সমৃদ্ধ করার ক্ষেত্রে দায়িত্বশীল ও সক্ষম অগ্রণী।

 

গ্রামে ফিরে ব্যবসা শুরু করা থিয়ানহু পর্যটন কোর লিমিটেডের ডিরেক্টর জেনারেল জাও তোংইউয়ান প্রথম সময়ে “যৌথ উন্নয়ন ব্যবস্থাপক” তালিকায় নাম নিবন্ধন করেছেন। “বাই জাং চি থানার অনেক বনভূমিতে ফসল চাষ  কঠিন হয়। আমাদের প্রযুক্তি দল নিকটবর্তী গ্রামবাসীদের নিয়ে ১৩৩ হেক্টরের ল্যান্ডস্কেপ নার্সারি-উত্পাদিত উদ্ভিদ চাষ করে। ফলে ১০৮ জন গ্রামবাসী নিজেদের দরজার সামনে কর্মসংস্থান ও আয় বাড়ানো বাস্তবায়ন করে।” জাও তোং ইউয়ান বলেন, “যৌথ উন্নয়ন ব্যবস্থাপক” শুধু একটি নাম তা নয়, বরং একটি দায়িত্ব”।

 

ওয়েন ছেং জেলার সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি জানান, পরবর্তীতে প্রশাসন ও মূল্যায়ন ব্যবস্থা এবং আর্থিক সমর্থন, ভা ড়া কমানো আর কর ছাড়সহ বিভিন্ন উত্সাহ ব্যবস্থা নিয়ে “যৌথ উন্নয়ন ব্যবস্থাপক” আরো ভালোভাবে গ্রামীণ পুনরুজ্জীবন এবং অভিন্ন সমৃদ্ধিকে ত্বরান্বিত করা হবে।

 

 (প্রেমা/এনাম)