চীন-মিসর ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণে চালিকাশক্তি যোগাচ্ছে টেডা সহযোগিতা অঞ্চল
2022-12-19 14:04:49

নতুন ধরনের নির্মাণ উপাদান, উচ্চ ও নিম্ন ভোল্টেজ সরঞ্জাম এবং তেল সরঞ্জাম থেকে ইনভেস্টমেন্ট সার্ভিস বিল্ডিং, তারকা  হোটেল ও বসবাসের বিনোদন সুবিধা নির্মাণ করা পর্যন্ত সাম্প্রতিক বছরগুলোতে চীন-মিসর টেডা সুয়েজ আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অঞ্চলের (টেডা সহযোগিতা অঞ্চল)পার্কের ফাংশন ও আনুষঙ্গিক সরঞ্জাম আরো নিখুঁত হয়ে উঠেছে, চীনা ও মিসরের প্রতিষ্ঠান বিনিয়োগকারী সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং দু’দেশকে যৌথভাবে “এক অঞ্চল এক পথ” সহযোগিতা প্রতিষ্ঠা করার জন্য চালিকাশক্তি যোগিয়েছে।

 

২০০৮ সালে প্রতিষ্ঠিত টেডা সহযোগিতা অঞ্চল মিসরের সুয়েজ প্রদেশের সোখনা বন্দরে অবস্থিত। যা রাজধানী কায়রো থেকে ১২০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। সহযোগিতা অঞ্চলের প্রারম্ভিক এলাকা ও সম্প্রসারণ এলাকা আছে। প্রারম্ভিক এলাকার আয়তন ১.৩৪ বর্গকিলোমিটার এবং পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে। ছয় বর্গকিলোমিটারের সম্প্রসারণ এলাকা ২০১৬ সালের জানুয়ারিতে উদ্বোধন হয়েছে। মিসরের টেডা বিশেষ অঞ্চল উন্নয়ন কর্পোরেশন এলাকাটি চালু করেছে।

 

কর্পোরেশনের নির্বাহী পরিচালক সোং ছাইছেন বলেন, বর্তমানে প্রারম্ভিক এলাকার ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে চলছে এবং প্রাথমিকভাবে নতুন ধরনের বিল্ডিং উপাদান, তেল সরঞ্জাম, উচ্চ ও নিম্ন ভোল্টেজ সরঞ্জাম এবং যন্ত্রপাতি নির্মাণ—এ চারটি নেতৃস্থানীয় শিল্প গড়ে তোলা হয়। প্রত্যেক শিল্প নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের নেতৃত্বে অর্থনৈতিক কার্যকারিতা অব্যাহতভাবে বাড়তে থাকে। একই সময় সম্প্রসারণ এলাকার বিভিন্ন ধরনের আনুষঙ্গিক স্থাপনা সুষ্ঠুভাবে চলছে। বিনিয়োগের গতি প্রবল এবং শিল্প ক্লাস্টার বিকশিত হয়।

 

চীন ও মিসরের যৌথ উদ্যোগ এক্সডি—ইজিইএমএসি উচ্চ ভোল্টেজ ইলেকট্রিক কোং লিমিটেড পার্কের নেতৃস্থানীয় এন্টারপ্রাইজগুলির অন্যতম। প্রধানত মিসরে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান বাজারে ট্রান্সমিশন ও সাবস্টেশন সরঞ্জাম এবং সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং পরিষেবা প্রদান করে। কোম্পানিটি স্থানীয় উত্পাদন বাস্তবায়ন করে, স্থানীয় কর্মসংস্থান ও মেধাশক্তি লালন-পালন ত্বরান্বিত করে। কোম্পানির সরঞ্জাম উত্পাদন কর্মশালায় সম্পূর্ণ উত্পাদন প্রক্রিয়া সবাই মিসরের কর্মী সম্পন্ন করে।

 

“আমাদের পণ্য সময় মতো ও নিশ্চিত মানের সাথে হস্তান্তর করা হয়। গ্রাহক সন্তুষ্টি খুব উচ্চ।” কোম্পানির জেনারেল ম্যানেজার শি ছেন জানান, সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানি ইতিবাচকভাবে প্রতিষ্ঠান সংস্কৃতি তৈরি করে, স্থানীয় একীকরণ দ্রুততর ও গভীরতর করার মাধ্যমে কার্যকরভাবে দু’দেশের কর্মীদের মধ্যে মৈত্রী বাড়ায়।

 

চুশি মিসর হচ্ছে তুলনামূলকভাবে সবচেয়ে আগে টেডা সহযোগিতা অঞ্চলে প্রবেশকারী প্রতিষ্ঠানগুলির অন্যতম। জানা গেছে, কোম্পানি তিনটি বৃহত্ ফাইবারগ্লাস উত্পাদন লাইন নির্মাণ করে। বর্তমানে অন্য একটি উত্পাদন লাইনের নির্মাণ কাজও চলছে। চলতি বছরের শেষ নাগাদ উত্পাদন শুরু হবার পর মোট বার্ষিক উত্পাদন পরিমাণ ৩.৬ লাখ টনে পৌঁছাবে।

 

“কোম্পানির উন্নয়ন মিসরের উপরের কাঁচা খনিজ পদার্থ ও প্যাকিং উপাদানের উন্নয়ন ত্বরান্বিত করে। বর্তমানে ৯৫ শতাংশ কাঁচামাল মিসরে কেনা হয়।” কোম্পানির জেনারেল ম্যানেজার উ পিং বলেন, বহু বছরের উন্নয়নের মাধ্যমে কোম্পানির মোট সম্পদ এক গুণ বেশি হয়েছে। সৃষ্ট ২ হাজার কর্মসংস্থানের মধ্যে ৯৮ শতাংশ মিসরের কর্মী। এছাড়া, অনেক মিসর কর্মী প্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রশাসন কর্মীতে পরিণত হন।

 

২০১২ সালে আহমেদ সুলেমান চুশি মিসরে যোগ দেন। শুরুর দিকে তিনি শুধু উইন্ডিং কর্মশালার একজন সাধারণ প্রকৌশলী ছিলেন।  পেশাদার দক্ষতা শিখতে কঠোর পরিশ্রম করার পর তিনি এখন কোম্পানির ডেপুটি-জেনারেল ম্যানেজারে পরিণত হন।

 

“আমার সুভাগ্য চীনা কোম্পানির সদর দপ্তরে নয়মাসব্যাপী প্রশিক্ষণ নিয়েছি। ফলে আমার জ্ঞান ও অভিজ্ঞতা মিসরে গিয়ে পুরোপুরিভাবে ব্যবহারের সুযোগ হয়েছে।” সুলেমান বলেন, প্রশাসন মডেল উন্নতি করতে কোম্পানি সব সময় অভিজ্ঞ চীনা প্রযুক্তিবিদদের আমন্ত্রণ জানিয়ে মিসরে প্রযুক্তি ও দল প্রশাসন সংক্রান্ত প্রশিক্ষণ দেয়।

 

“টেডা সহযোগিতা অঞ্চলে আরো অনেক এক্সডি—ইজিইএমএসি ও চুশি মিসরের মতো প্রতিষ্ঠান আছে।” সোং ছাইছেন জানান, এ পর্যন্ত টেডা সহযোগিতা অঞ্চলে ১৩০টির বেশি প্রতিষ্ঠানকে আকর্ষণ করেছে। ফলে স্থানীয় প্রযুক্তি উন্নয়ন ও শিল্প রূপান্তর ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয় মেধাশক্তি লালন-পালন এবং চীন-মিসর মানুষে মানুষে বন্ধন ত্বরান্বিত করে, “এক অঞ্চল এক পথ” সহযোগিতা প্রতিষ্ঠার জন্য শক্তিশালী চালিকাশক্তি যোগিয়েছে।

 (প্রেমা/এনাম)