কফি হাউসের আড্ডা: বেইজিংয়ের মহামারী প্রতিরোধে নতুন ব‍্যবস্থা নিয়ে সাব্বির আহম্মেদের পর্যবেক্ষণ
2022-12-17 17:48:21

চলতি মাসের শুরুর দিকে চীনে মহামারী নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থায় পরিবর্তন আসে। ফলে, এখন আর স্বাস্থ্য কোড স্ক্যান করার দরকার নেই। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াতে নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করারও দরকার নেই। শপিং মলগুলো আবারও খুলেছে। রেস্তোরাঁয় টেকআউট নয়,  বরং বসে খাওয়া যায়। এসব ব্যবস্থা চীনের রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগের সম্প্রতি প্রকাশিত ১০টি অপ্টিমাইজেশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছে। এসব ব‍্যবস্থা নিয়ে আলাপ-আলোচনা করতে আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাব্বির আহম্মেদ। তিনি সুবিখ‍্যাত রেনমিন বিশ্ববিদ‍্যালয়েরসাংবাদিকতা ও যোগাযোগ বিষয়ের ছাত্র। তিনি যুগান্তর ও বিডিটোন২৪.কম, এখন টেলিভিশন ইত্যাদি বাংলাদেশি গণমাধ্যমে কাজ করেন। তা ছাড়া, তিনি বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্টস এসোসিয়েশন-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। চলুন তাহলে, আলাপ করি তাঁর সঙ্গে।