‘আর্থিকখাতের বিশৃঙ্খলা ঠেকাতে ব্যাংক কমিশন জরুরি ’
2022-12-16 17:38:24

ব্যবসাপাতির ১০৪ম পর্বে যা থাকছে:

# চীন-লাওস রেলপথ: ভূ-বেষ্টিত দেশ থেকে যোগাযোগ হাব যে দেশ

# রোজার আগে ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যদি ব্যাংক কমিশন গঠন নাও করা হয় তারা কিন্তু বিশেষজ্ঞদের নিয়ে একটা স্বাধীন দল গঠন করতে পারে। এই টিমটা নিজেরা প্রতিবেদন করে ইন্টারনালি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে পারে। এভাবেও যদি সমস্যা চিহ্নিত করা যায় তাহলেও কিন্তু সমাধানের উদ্যোগ নেওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংকের যে পর্যবেক্ষণ ও তদারকি ব্যবস্থা, সেটার কারণে ব্যাংকখাতে যে প্রভাবটা পড়ার কথা ছিলো তা কিন্তু পড়েনি। তার মানে হলো কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কৌশল প্রত্যাশা অনুযায়ী কাজে আসছে না। ব্যাংকখাতের যে কোন অস্থিরতা কেবল অর্থনীতির উপরই পড়েনা, গ্রাহকদের উপরও পড়ে। কাজেই কমিশন বা কমিশনের মতো কিছু একটা গঠন করে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।“

-ড. মাহফুজ কবির

জ্যেষ্ঠ গবেষক

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ