আজকের ঊর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন রাজু রায়হান। তিনি একজন Cloud Solution Architect হিসেবে Huawei Cloud, Abu Dhabi-তে কর্মরত আছেন। তিনি ২০১৫ সালে বাংলাদেশের সিলেট ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন এবং ২০১৭ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজিতে স্নাতক ডিগ্রীর জন্য চীনের Tianjin University-তে পড়তে আসেন। তিনি স্নাতক শেষ করেন ২০২২ সালের জুলাই মাসে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।