চেং চি হুয়া
2022-12-15 12:23:43

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চেং চি হুয়া। শিল্পী ছাড়া তার অনেক পরিচয় রয়েছে: গীতিকার, উদ্যোক্তা, বিনিয়োগকারী। তবে গায়ক হিসেবেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। চেং চি হুয়ার গানে সবসময় শক্তি, আশা ও ইতিবাচক মনোভাব দেখা যায়। অনেক মানুষ তার গান ও তার অভিজ্ঞতার জন্য উৎসাহিত হয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে চেং চি হুয়ার কিছু সুন্দর গান শুনবো।  অনুষ্ঠানের শুরুতে শুনুন তার জনপ্রিয় একটি গান ‘জগৎ’।গান ১

 

চেং চি হুয়া ১৯৬১ সালে তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। ৩ বছর বয়সে তিনি পোলিওতে আক্রান্ত হন। ৪ বছর চিকিৎসার পর তিনি নিরাময় হন। তবে পায়ে সমস্যা থেকে যায়। শুধু ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে পারেন। চেং চি হুয়া স্বভাবতই আশাবাদী একজন মানুষ। পায়ের অক্ষমতা তার জীবনে অনেক অসুবিধা ও বাধা সৃষ্টি করলেও তিনি বিষণ্ণ হননি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর চেং চি হুয়া একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করেন। তবে সেই একঘেয়ে কাজ তিনি পছন্দ করেন না। পরে বিজ্ঞাপন কোম্পানিতে যোগ দেন। একবার কাজের সময়ে তিনি একটি বিজ্ঞাপনের জন্য গান লিখেন; আর সেই বিজ্ঞাপন প্রচারের পর অনেক জনপ্রিয় হয়। এই গানের জন্য একটি সংগীত কোম্পানি চেং চি হুয়াকে গায়ক হওয়ার সুপারিশ দেয়। এর মাধ্যমে চেং চি হুয়ার সংগীতজীবন শুরু হয়।  বন্ধুরা, এখন শুনুন চেং চি হুয়া সেই বিজ্ঞাপনের জন্য রচিত গান ‘খুশির মেয়ের প্রতি’।গান ২

 

১৯৮৮ সালে চেং চি হুয়া তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন।  এই অ্যালবামের পেছনে দুঃখের গল্প রয়েছে। সেই বছরে তাইওয়ানে দুটি গুরুতর খনি বিপর্যয় ঘটে, অনেক মানুষ হতাহত হয়েছে। এ খবর জেনে চেং চি হুয়া খনি এলাকায় গিয়ে হতাহতদের পরিবারের মানুষকে সাহায্য করেন। এতে তিনি অনেক খনি শ্রমিকের গল্প জানেন। তাদের গল্প ও জীবন সম্পর্ক নিজের চিন্তাভাবনা প্রকাশের জন্য তিনি এই অ্যালবাম তৈরি করেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের প্রধান গান ‘সর্বকনিষ্ঠ সন্তানের গল্প’।গান ৩

 

১৯৯২ সালে চেং চি হুয়ার নতুন অ্যালবাম  ‘ব্যক্তিগত গান’ মুক্তি পায়। অ্যালবামের গান ‘নাবিক’ খুব অনুপ্রেরণামূলক একটি গান। এতে বলা হয় একজন সাহসী ও ইতিবাচক নাবিকের গল্প। সে বাধা অতিক্রম করে নিজের স্বপ্ন অনুসরণ করে। গানটি মুক্তি পাওয়ার পর চেং চি হুয়া একবার একটি বড় অনুষ্ঠানে অংশ নেন। যখন তিনি ক্র্যাচ নিয়ে মঞ্চে গান গান, তখন সবাই তার পারফরমেন্স দেখে মুগ্ধ হয়। গানের পাশাপাশি চেং চি হুয়ার গল্পও সবাই জানে, তিনি দ্রুত বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। সেই গানও তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন শুনুন চেং চি হুয়ার বেশ জনপ্রিয় গান- ‘নাবিক’।গান ৪

 

একই বছরের শেষে চেং চি হুয়া নতুন অ্যালবাম ‘তারা আলো জ্বালায়’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘তারার আলো’ ‘নাবিক’-এর মত খুব অনুপ্রেরণামূলক একটি গান।  গানে লেখা হয়, ছোটবেলায় সবাই তারকাময় আকাশের নিচে খেলে, এখন তারা-ভরা আকাশ আর দেখা যায় না।  অন্ধকারে মানুষ নিজকে হারিয়ে ফেলেছে। তারার আলো হালকা হলেও জীবনের পথ আলোকিত করা যায়। গায়ক আশা করে, দ্বিধাগ্রস্ত ও অসহায় সময়ে এই গান মানুষকে শক্তি দেবে, আর তিনি সত্যি তা করেছেন। বন্ধুরা এখন শুনুন চেং চি হুয়ার এই জনপ্রিয় গান ‘তারার আলো’।গান ৫

 

নিজের অভিজ্ঞতার জন্য চেং চি হুয়া সাধারণ মানুষের জীবনকে বিশেষ গুরুত্ব দেন, সম্পর্ক নিয়ে অনেক চিন্তা করেন, আর গানের মাধ্যমে তার চিন্তাভাবনা প্রকাশ করেন। যেমন আবাসনের দাম বৃদ্ধি নিয়ে তিনি গান ‘শামুকের বাড়ি’ লিখেছেন; শিক্ষার্থীর পরীক্ষার বড় চাপ সম্পর্কে তিনি গান ‘টিউটরিং পথ’ লিখেছেন; মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য গান ‘তাছি তাছি তু’ লিখেছেন; তিনি এমনকি একজন ভিক্ষুকের জন্য গান ‘তোমার জন্মদিন’ লিখেছেন।  তার গানে জীবনের প্রতি ইতিবাচক মনোভাবের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি খেয়াল ও ভালোবাসা শোনা যায়। এটাই তার গানগুলো খুব জনপ্রিয় হওয়ার মূল কারণ। বন্ধুরা, এখন আমরা শুনবো চেং চি হুয়ার একটি সুন্দর গান ‘শামুকের বাড়ি’।গান ৬

 

এখন চেং চি হুয়া খুব কম গান গান, তবে তার গানগুলো সবসময় মানুষকে উৎসাহিত করে, জীবনের প্রতি শক্তি ও আশা দেয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে চেং চি হুয়ার আরেকটি সুন্দর গান ‘আমার মত পুরুষ’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭


বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।