‘বৃষ্টিতে’
2022-12-14 17:46:46

চিয়াং ইয়ু হেং ১৯৫৮ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তাইওয়ান প্রদেশের পুরুষ কণ্ঠশিল্পী। ১৯৮৪ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘একাকী যাত্রা’ প্রকাশিত হয়। ১৯৮৫ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘মাতাল হয়ে যাই’ বাজারে আসে।

 

১৯৮৯ সালে চিয়াং ইয়ু হেং-এর অ্যালবাম ‘বহু বছর পর’ মুক্তি পায়। এর মধ্যে ‘আবার ফিরে তাকাই’ গান তাঁর প্রতিনিধিত্বকারী গান। ২০১৩ সালে চিয়াং ইয়ু হেং বিশ্ব ভ্রাম্যমাণ কনসার্ট ‘আমি ও আমার বন্ধু’ আয়োজন করা হয়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চিয়াং ইয়ু হেং-এর গান ‘বৃষ্টিতে’। গানের কথাগুলো এমন: বৃষ্টিতে, তোমার কাছ থেকে বিদায় দেই। রাতে, তোমাকে চুমু দেই। বসন্তে তোমার হাত ধরি। শীত্কালে তোমার কাছ থেকে চলে যাই। জীবন আসলে একটি নাটক। আনন্দ আছে, অশ্রু আছে। তুমি বলো, জীবন অনেক চমৎকার, এই কথায় আমি রাজি হয়েছি। তুমি বলো, জীবনে দুঃখ আছে, আমি কথা বলি না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন চিয়াং ইয়ু হেং-এর গান ‘তোমাকে ভালোবাসা আমার দোষ না’। গানের কথাগুলো এমন: বিদায়ের সময় অনেক কিছু রাখতে চাই। তোমাকে ভালোবাসা আমার দোষ না। প্রতিশ্রুতি যখন শূন্য হয়, তাহলে প্রেম মানে কি? স্বপ্ন থেকে সরে যেতে কত যুক্তি লাগে। তোমাকে ভালোবাসা আমার দোষ না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চিয়াং ইয়ু হেং-এর গান ‘আমাকে ভালোবাসতে তোমার ভয় লাগে?’ গানের কথাগুলো এমন: অশ্রু বন্ধ কর, সাহসী হতে চাইলে মনের সব কিছু ছেড়ে দেই। সুখ শুধু মুহূর্তের বিষয়। শুধু মুহূর্তের মত সুখের অনুভূতি পাই। তুমি আর কি চাও, আমার হৃদয় ভেঙে গেছে ইতোমধ্যে। আমাকে ভালোবাসতে তোমার ভয়  লাগে? অশ্রু তুমি কি ভুলে গেছো? আমাকে ভালোবাসতে তোমার ভয় লাগে? হৃদয় কি মৃত্যু হয়?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই চিয়াং ইয়ু হেং-এর আরেকটি সুন্দর গান, গানের নাম ‘হাত ধরা’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।