ব্রিকস দেশসমূহের উন্নয়নে সি চিন পিং যে কথা বলেছেন
2022-12-13 21:00:51

#সি’রকথা 

২৩ জুন সন্ধ্যায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং থেকে ভিডিও সংযোগের মাধ্যমে ব্রিকস দেশগুলোর নেতৃবৃন্দের ১৪তম শীর্ষসম্মেলন সভাপতিত্ব করেন। এতে তিনি “উচ্চ গুণগত মানের অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করা, ব্রিকস দেশসমূহের সহযোগিতার নতুন যাত্রা শুরু করা’ শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। পাঁচ বছর পর চীন আবার ব্রিকস দেশসমূহের চেয়ারম্যান দেশের দায়িত্ব পালন করেছে।

 

বর্তমানে ব্রিকস দেশসমূহের অর্থনীতির পরিমাণ বিশ্বের মোট অর্থনীতির ২৫ শতাংশ; ব্রিকস দেশসমূহের বাণিজ্য বিশ্বের মোট বাণিজ্যের ১৮ শতাংশ; ব্রিকস দেশসমূহের বিদেশি পুঁজি বিনিয়োগের পরিমাণ বিশ্বের মোট পরিমাণের ২৫ শতাংশ। ‘ব্রিকস’ একটি পুঁজি বিনিয়োগের ধারণা থেকে নয়া বাজার ও উন্নয়নশীল দেশের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে এবং ‘আন্তর্জাতিক মঞ্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিতে’ পরিণত হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং জানান, ‘নতুন বাজার দেশ ও উন্নয়নশীল দেশের প্রতিনিধি হিসেবে, আমরা ইতিহাসের উন্নয়নের গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে কার্যক্রম পরিচালিত করছি। যা বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

(আকাশ/তৌহিদ/ফেইফেই)