‘অর্ধেক গ্রীষ্মের বাতাস’
2022-12-13 21:12:59

মাও বু ই, তাঁর আসল নাম ওয়াং ওয়েই চিয়া। ১৯৯৪ সালের অক্টোবর মাসে চীনের হেই লুং চিয়াং প্রদেশের ছি ছি হা আর শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভুভাগের একজন পুরুষ পপ-শিল্পী।

 

২০১৭ সালে মাও বু ই টেনসেন্ট ভিডিও’র আয়োজিত নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের মধ্যে চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতমহলে পা রাখেন। সেই বছরের পহেলা সেপ্টেম্বর তাঁর প্রথম অ্যালবাম ‘সুপার স্টার বু ই’র স্টুডিও’ প্রকাশিত হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ‘আমার মত মানুষ’সহ ৭টি প্রতিনিধিত্বকারী গান।

 

বন্ধুরা, এখন শুনুন মাও বু ই’র গান ‘অর্ধেক গ্রীষ্মের বাতাস’। গানের কথায় বলা হয়, আমরা নিশ্চয় পরস্পরের সঙ্গে পরিচিত হই। আগের কথা ভাবি না, ভবিষ্যতের কথা জিজ্ঞেস করি না। ভবিষ্যতের পথ কত কঠিন, তা ভাবি না। যেন ঘাসের মত, বাতাসে বড় হয়, যেন ফুলের মত, বৃষ্টি থেমে গেলে বড় হয়। যুগের আলো জীবনের সমুদ্রে পড়ে।

আচ্ছা, শুনুন গানি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন মাও বু ই’র কণ্ঠে ‘সাধারণ একটি দিন’ নামের গানটি। গানের কথায় বলা হয়, সকাল সাড়ে সাতটায় জেগে উঠি। আবার নতুন একদিন শুরু হয়। মেঘ এত হালকা, সব কিছু নরম ও শান্ত। প্রত্যেক সড়কে সূর্যের আলো থাকে। ছোট দোকানের সামনে সুন্দর গানের সুর শোনা যায়। এটা হল খুব সাধারণ একটি দিন।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন মাও বু ই’র গান ‘জিজ্ঞেস করি না’। গানের কথায় বলা হয়, তুমি জিজ্ঞেস করো, কেন বাতাস পাখিকে আকাশে নিয়ে যায়। তুমি জিজ্ঞেস করো, কেন বৃষ্টি সব কিছু লালন করে। তুমি জিজ্ঞেস করো, কেন আমি অতীতের স্মৃতি ছেড়ে দেই না। তুমি কি আমার সঙ্গে সামনে এগিয়ে যাবে?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো মাও বু ই’র গাওয়া আরেকটি সুন্দর গান। গানের নাম ‘চিন্তা করো না’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।