রোববারের আলাপন- চীনের নতুন জ্বালানি-চালিত বাস কাতারে ব্যবহৃত হচ্ছে
2022-12-13 21:56:39

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং....।


বন্ধুরা, এ কয়েক দিনে বেইজিংয়ে প্রচুর বাতাস বইছে ও ঠান্ডা পড়েছে। এখন শীতকাল চলছে। শীতকালে অনেক ঠান্ডা হলেও, আমি তা বেশ পছন্দ করি। কারণ, যদি তুষারপাত হয়- বিশ্ব একটি সাদা সুন্দর জগতে পরিণত হয়।


তৌহিদ ভাই, আমাদের ভাইবোনেরা অনেকে আসলে উত্তর চীনের শীতকালীন এই ঠান্ডা অনুভব করার সুযোগ পান নি। আপনি আমাদের আপনার কিছু অনুভব, অভিজ্ঞতা ও মজার গল্প আমাদের বলতে পারবেন কি?

তৌহিদ:...


আকাশ: আমার অনেক বাংলাদেশি বন্ধু তুষার খুব পছন্দ করেন? আপনি পছন্দ করেন? আপনি প্রথম  কখন তুষার দেখেছেন? চীনে আসার পর তুষার সম্পর্কিত কিছু মজার স্মৃতি আমাদের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন কি?

তৌহিদ:...

সংগীত


আকাশ: বন্ধুরা, কাতারে এখন বিশ্বকাপ ফুটবল চলছে। দেশের রাজধানীতে অনেক রঙিন বাস ফুটবল ফ্যানদের নিয়ে ছুটাছুটি করছে। এ বাসের মধ্যে অধিকাংশই হচ্ছে ‘made in china’ নতুন জ্বালানি-চালিত বাস। আমরা আজ এ বিষয়ে আলাপ করব, কেমন?


৩৩ বছর বয়সী ওয়েই ইং ফেং হচ্ছেন চীনা প্রকৌশলী। তিনি একটি কাতারে চীনা গাড়ি শিল্পপ্রিতষ্ঠানে কাজ করছেন। জানা গেছে, কাতারের বৈদ্যুতিক বাসের একমাত্র সরবরাহকারী হচ্ছে চীনা শিল্পপ্রতিষ্ঠান। কাতার এ চীনা শিল্পপ্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০০টি বাস কিনেছে, এর মধ্যে ৮৮৮টি বিদ্যুত্চালিত বাস রয়েছে। এ সব বিদ্যুত্চালিত বাস দোহা গণ-যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহার করা হবে। যা বিভিন্ন দেশের ফুটবল দর্শক, ফিফা কর্মকর্তা, গণমাধ্যমের সাংবাদিকদের যাতায়াতে ব্যবহার করা হচ্ছে। ওয়েই ইং ফেং ও তার সহকর্মী এ সব বাসের রক্ষণাবেক্ষণসহ সার্বিক কাজে সেবা প্রদান করছেন। তিনি  বলেন, “কাতারের তাপমাত্রা অনেক বেশি। এজন্য ব্যাটারি ব্যবহার করা বিরাট ঝুঁকির বিষয়। আমি প্রতিদিনে এ ৮৮৮টি নতুন জ্বালানির ব্যাটারির অবস্থা পর্যবেক্ষণ করছি। এ ছাড়া বাসের এয়ার কন্ডিশনিং ব্যবস্থাসহ নানা খাতে আমরা সার্বিক যাচাই করছি। যাতে বিশ্বকাপ আয়োজন কালে বাসের স্থিতিশীলতা ও উচ্চ শিক্ষা নিশ্চিত করতে পারি।”


এ ছাড়া চীনা বাস উৎপাদন শিল্প্রতিষ্ঠান কাতারের সঙ্গে গভীর সহযোগিতা চালাবে। কাতারে বিদ্যুৎ-চালিত বাস উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করা হবে। এ চীনা শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা ফেং সু বলেন, ‘পরিকল্পনা অনুসারে, বৈদ্যুতিক বাস ২০২৩ সালে চালু হবে। তখন প্রতি বছর কাতারে ৫০০ থেকে ১০০০টি পর্যন্ত নতুন জ্বালানি-চালিত বাস সরবরাহ করতে পারবে। এর পাশাপাশি, কাতারের কলেজের সঙ্গে আমরা সহযোগিতা চালাব। যাতে কাতারে এ খাতে প্রযুক্তিগত মানবসম্পদ উন্নয়ন করা যায়। কাতার সবুজ গণ-পরিবহন বাস্তবায়নের জন্য কাজ করবে।


তৌহিদ ভাই, আমাদের অবশ্যই পরিবেশের সঙ্গে সমন্বয় করতে হবে এবং পৃথিবীর বাসযোগ্য অবস্থা রক্ষা করতে হবে। আপনি কি মনে করেন এ বিষয়ে?

তৌহিদ:..