বার্ষিক শস্য উৎপাদন নতুন উচ্চতায় পৌঁছেছে
2022-12-13 21:18:13

ডিসেম্বর ১৩: চলতি বছর চীনের কমিউনিস্ট পার্টি এবং দেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সর্বক্ষেত্রে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গঠনের নতুন যাত্রায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই বছর চীনের অর্থনীতিতে গুরুতর চ্যালেঞ্জ দেখা গেছে, আন্তর্জাতিক পরিবেশ জটিল এবং অভ্যন্তরীণ সংস্কার, উন্নয়ন ও স্থিতিশীলতার কাজগুলি কঠিন হয়ে পড়েছে। একাধিক অপ্রত্যাশিত ঘটনার প্রভাব মোকাবিলা করে, পার্টির কেন্দ্রীয় কমিটি কমরেড সি চিন পিং-কে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হওয়া এবং সমগ্র পার্টি ও দেশের সব জাতিগোষ্ঠীর জনগণের সমস্যা মোকাবিলায় নেতৃত্ব দেওয়া, অর্থনীতির স্থিতিশীল উন্নতি ও পরিমাণের যুক্তিসঙ্গত বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রয়েছে। জাতীয় পরিসংখ‍্যান ব‍্যুরো আজ (মঙ্গলবার) প্রকাশিত তথ্যে জানায়, ২০২২ সালে দেশের মোট শস্য উৎপাদন ১৩৭৩.১ বিলিয়ন জিন-এ পৌঁছাবে; যা আগের বছরের তুলনায় ৭.৪ বিলিয়ন জিন বা ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং টানা আট বছর ধরে ১.৩ ট্রিলিয়ন জিনের উপরে রয়েছে। জাতীয় শস্য বপন এলাকা ১.৭৭ বিলিয়ন মিউ ছাড়িয়েছে; যা আগের বছরের তুলনায় ০.৬ শতাংশ বেড়েছে।

 

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর গ্রামীণ বিভাগের কৃষি উৎপাদন বিভাগের পরিচালক ছাং ভেং বলেছেন, বার্ষিক শস্য উৎপাদনে আরেকটি বাম্পার ফলন হয়েছে, এটি সামষ্টিক অর্থনীতির বাজারকে স্থিতিশীল করার জন্য শক্তিশালী সমর্থন যুগিয়েছে। জটিল ও গুরুতর আন্তর্জাতিক পরিবেশ মোকাবিলা করার জন্য এবং বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ পার হবার জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে এবং বিশ্বব্যাপী শস্য বাজার ও খাদ্য নিরাপত্তা স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

 

পার্টির কেন্দ্রীয় কমিটি খাদ্য নিরাপত্তাকে অনেক গুরুত্ব দেয়। এই বছর পরিদর্শনের সময়, সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং বীজ পরীক্ষাগারে যান, পরীক্ষামূলক ক্ষেত্রে যান, বীজ শিল্পে উদ্ভাবনী সাফল্যের খোঁজখবর নেন এবং ধানের বৃদ্ধি পর্যবেক্ষণ করেন। তিনি জোর দিয়ে বলেন, চীনা জনগণের ‘চালের বাটি’ তাদের নিজের হাতে শক্তভাবে থাকা উচিত।

 

সারা বছর ধরে শস্যক্ষেত্র এবং উৎপাদন স্থিতিশীল করার জন্য, এই বছর কেন্দ্রীয় সরকার শীর্ষ-স্তরের ব্যবস্থা শক্তিশালী করেছে এবং প্রথমবারের মতো খাদ্য সুরক্ষার জন্য পার্টি ও সরকার একই ধরনের দায়িত্ব মূল্যায়ন বাস্তবায়ন করেছে।

কৃষি উপকরণের সরবরাহ মসৃণ করার জন্য, চীন রাসায়নিক সার এবং কীটনাশককে দৈনন্দিন প্রয়োজনীয়তার মধ্যে অন্তর্ভুক্ত করেছে এবং একই সঙ্গে ২৯টি প্রদেশকে ভূমি উৎপাদন ট্রাস্টিশিপ পরিষেবা পরিচালনা করতে সহায়তা করেছে; যাতে কৃষকদের বসন্তকালীন চাষের জন্য লোকবল ও কৃষি যন্ত্রপাতির অভাব এবং জরুরি প্রয়োজন মিটানো যায়।

 

শস্য উৎপাদনের উপর দুর্যোগের প্রভাব কমাতে, এই বছর কেন্দ্রীয় সরকার গ্রীষ্মকালীন শস্য বৃদ্ধি এবং স্থিতিশীল উৎপাদনের জন্য ৭ বিলিয়ন ইউয়ানের বেশি বরাদ্দ দিয়েছিল এবং উচ্চ তাপমাত্রা এবং খরার বিরুদ্ধে লড়াই করার জন্য শরৎকালীন শস্য চাষে সমর্থন দিতে ১০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে।

 

কৃষি ও গ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের রোপণ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক লিউ লি হুয়া বলেন, শস্য উৎপাদনে বার্ষিক বৃদ্ধির জন্য সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় হল পার্টি কেন্দ্রীয় কমিটির শক্তিশালী নেতৃত্ব। এ বছর শস্য উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছে, শক্তিশালী সমর্থন দেওয়া হয়েছে। সব এলাকা এবং বিভাগ অসাধারণ সিরিজ ব্যবস্থা গ্রহণ করেছে, খাদ্য দুর্যোগের ত্রাণ এবং ফসল সংগ্রহের জন্য সর্বাত্মক কাজ করেছে।

 

জনগণই দেশের ভিত্তি, আর খাবার হলো মানুষের জীবন। চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, খাদ্য নিরাপত্তার ভিত্তি সার্বিকভাবে সুসংহত করা উচিত, একটি সার্বিক আধুনিক ও শক্তিশালী দেশ গড়ার নতুন যাত্রায়, যতদিন আমরা চাষের জমি রক্ষা করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত করব, ততদিন আমরা নিজেদের হাতে ‘চালের বাটি’ দৃঢ়ভাবে ধরে রাখতে পারব।

জিনিয়া/তৌহিদ/শুয়েই