এগিয়ে চলছে চীন-আরব সবুজ রূপান্তর সহযোগিতা
2022-12-12 13:05:15

চীন ও আরব দেশসমূহের নিজেদের ভিন্ন সম্পদ ও উন্নয়ন পথ আছে। কিন্তু উভয়ই সবুজ উন্নয়ন রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। অভিন্ন টেকসই উন্নয়ন ভিশন বাস্তবায়ন চীন ও আরবকে আরো দূষণমুক্ত, সবুজ ও নিম্ন-কার্বনের উন্নয়ন অর্জনে হাতে হাত রেখে এগিয়ে যেতে উত্সাহিত করেছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করে আরো বেশি দু’পক্ষের জনগণের কল্যাণ সৃষ্টি ত্বরান্বিত করেছে।

 

বর্তমানে চীনের উন্নয়ন উচ্চগতির বৃদ্ধি থেকে উচ্চমানের উন্নয়নে পরিবর্তন হচ্ছে। জ্বালানি ক্ষেত্রে জ্বালানি রূপান্তর ও দূষণমুক্ত উন্নয়ন করে দূষণমুক্ত, নিম্ন-কার্বন, নিরাপদ ও উচ্চ কার্যকর জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে। একই সময় সাম্প্রতিক বছরগুলোতে অনেক আরব দেশ জ্বালানি রূপান্তর পরিকল্পনা তৈরি করে, দূষণমুক্ত ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন করার চেষ্টা চালিয়ে তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতির টেকসই উন্নয়ন ত্বরান্বিত করছে।

 

আরব অঞ্চল বিশ্ব সৌর শক্তি ও বায়ুশক্তি সম্পদের শ্রেষ্ঠ অঞ্চলগুলির অন্যতম। দূষণমুক্ত ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের সুবিধাজনক পরিবেশ আছে। চলতি বছরের জুন মাসে বিশ্ব জ্বালানি তত্ত্বাবধান সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ২০৩০ সাল পর্যন্ত মধ্য-প্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলি নতুন করে ৭৩ গিগাওয়াট সৌর শক্তি ও বায়ুশক্তি প্রকল্পের বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা বাড়িয়ে পাবলিক ইউটিলিটিতে ব্যবহার করবে, যা বর্তমান বিদ্যুত্ উত্পাদন ক্ষমতার চেয়ে ৫ গুণের বেশি হবে।

 

ফটোভোলটাইক এবং বায়ুশক্তির ক্ষেত্রে চীনের উন্নত প্রযুক্তি ও সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। দূষণমুক্ত ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আরব দেশগুলো একে অপরের সুবিধার পরিপূরক এবং তাদের সহযোগিতার সুপ্তশক্তি বিরাট।

বেনবান ফটোভোলটাইক  ইন্ডাস্ট্রিয়াল পার্ক

কাতারের  “কার্বন নিরপেক্ষ” বিশ্বকাপ আয়োজনে শক্তশালী সমর্থন দেয়া  আল খারসাহ নন-ফসিল ফুয়েল পাওয়ার স্টেশন থেকে জর্ডানকে সবুজ বিদ্যুত্ শক্তি সরবরাহকারী তিন-গিরিখাত আন্তর্জাতিক কর্পোরেশনের জর্ডান নতুন জ্বালানি প্রকল্প পর্যন্ত এবং মিসরের  বেনবান ফটোভোলটাইক ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে মরক্কোর নূর ফটোথার্মাল পাওয়ার স্টেশন পর্যন্ত সব কয়েকটি প্রকল্পের মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয়ভাবে দূষণমুক্ত এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করেছে চীন। দু’পক্ষ হাতে হাত রেখে প্রচূর সহযোগিতামূলক প্রকল্প কার্যকর করেছে।

 

আবু ধাবি থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত আল ধফরা সৌর শক্তি পাওয়ার স্টেশন বিশ্বের বৃহত্তম একক ফটোভোলটাইক পাওয়ার স্টেশন, যার বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা ২ গিগাওয়াটে পৌঁছেছে। সম্প্রতি চীনা প্রতিষ্ঠান নির্মিত সৌর শক্তি পাওয়ার স্টেশনের গ্রিড-সংযুক্তি বাস্তবায়িত হয়ে আবু ধাবিকে বছরে ২৪ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাসে সাহায্য করবে। ফলে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

চীন আরব দেশগুলোর সঙ্গে দূষণমুক্ত জ্বালানি, নিম্ন-কার্বন অর্থনীতি ও জ্বালানি রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে চীনের উন্নত প্রযুক্তি আরব দেশসমূহে প্রবেশ করতে যাচ্ছে। চীন বহু পর্যায়ের সহযোগিতামূলক গবেষণা এবং প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে আরব দেশগুলোর স্বাধীন বিকাশের ক্ষমতা উন্নত করতে সহায়তা দেয়।

 

চীন এবং আরব দেশগুলোর সঙ্গে চীন-আরব দূষণমুক্ত জ্বালানি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করে এবং এর ভিত্তিতে ফটোভোলটাইক, ফটো-থার্মাল, বায়ু-বিদ্যুত্ এবং স্মার্ট গ্রিডসহ বিভিন্ন দিকের ক্ষমতা প্রতিষ্ঠা কার্যক্রম করে। চীন মিসরের সঙ্গে চীন-মিসর নবায়নযোগ্য জ্বালানি যৌথ পরীক্ষাগার প্রতিষ্ঠা করে, যৌথ গবেষণা করে, মেধাশক্তি প্রশিক্ষণ ত্বরান্বিত করে, দেশটির বৈজ্ঞানিক ক্ষমতা প্রতিষ্ঠা জোরদারে সাহায্য দেয়। ২০১৫ সালে চীন-আরব প্রযুক্তি রূপান্তর কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়া থেকে পর পর সৌদি আরব ও জর্ডানে ৮টি দ্বিপাক্ষিক প্রযুক্তি রূপান্তর কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এবং প্রায় ৫ হাজার দেশি-বিদেশি সদস্যের প্রযুক্তি রূপান্তর সমন্বয় নেটওয়ার্ক গড়ে তোলা হয়।

 

আবু ধাবির জ্বালানি ব্যুরো প্রধান বলেন, শূণ্য কার্বন ও নিম্ন কার্বন প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে। এসব প্রযুক্তি আমাদের জ্বালানি রূপান্তর লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ। ফলে জ্বালানি খাত আরো বলিষ্ঠ হয়ে আমাদের একটি টেকসই ও শান্তিপূর্ণ ভবিষ্যত সৃষ্টি করতে সাহায্য করবে। (প্রেমা/এনাম)