আজকের ঊর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন ড. মোহাম্মদ শাহ আলম।। তিনি বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার (এল আর)। বাংলাদেশে তাঁর জন্মস্থান ব্রাম্মণবাড়ীয়া জেলায় এবং বসবাস করেন নরসিংদী জেলায়। ২০০৮ সালের ৩০ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় হতে নিয়োগ পেয়ে বিসিএস (কৃষি) অফিসার হিসেবে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে প্রথম যোগদান করেন। তারপর আরও ৩টি জেলার ৪টি উপজেলায় কাজ করেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে চীনের চেচিয়াং ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি গবেষণা শুরু করেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।