কফি হাউসের আড্ডা: ড. মুজাহিদের চোখে ইন্টারনেট অফ থিংস
2022-12-10 20:18:27

গত ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চীনের চিয়াংসু প্রদেশের উশি শহরে বিশ্ব ইন্টারনেট অফ থিংস মেলা অনুষ্ঠিত হয়। এতে উচ্চ পর্যায়ের ফোরাম এবং চালকবিহীন গাড়ি, 5G ড্রোন, নতুন শিল্প রোবট ইত্যাদি ইন্টারনেট অফ থিংসসংক্রান্ত বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়। তিন দিনব্যাপী এ মেলায় শিল্প ও ইন্টারনেট সংযুক্ত উন্নয়নের সবর্শেষ ফলাফল ও অগ্রগতি প্রদর্শিত হয় এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা আলাপ-আলোচনা করেন। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর এ. এ. এম. মুজাহিদ। তিনি বর্তমানে সাংহাই ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সের ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছেন। সেই সাথে ডক্টর মুজাহিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) এর যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন, কথা বলি জনাব মুজাহিদের সঙ্গে।