গাড়ি এবং চালকের সংখ্যায় বিশ্বে প্রথমস্থানে চীন
2022-12-09 16:45:24

ডিসেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ চীনে মোটরযানের সংখ্যা ৪১৫ মিলিয়ন  এবং চালকের সংখ্যা  ৫০০ মিলিয়নের বেশি ছিল। দুটি সংখ্যাতেই  বিশ্বে এক নম্বরে রয়েছে দেশটি।

বৃহস্পতিবার চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় এ তথ্য জানায়। লাইসেন্সপ্রাপ্ত মোটরযান চালকদের মধ্যে ৪৬৩ মিলিয়ন ছিল গাড়িচালক।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে গাড়ির মালিকানা বার্ষিক ২০ মিলিয়নের বেশি বেড়েছে। বর্তমানে প্রতি দুই জন প্রাপ্তবয়স্ক চীনার মধ্যে একজনের ড্রাইভিং লাইসেন্স রয়েছে।

গ্রামীণ এলাকাতে লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভারের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে গ্রামীণ এলাকায় বেড়েছে গাড়ির সংখ্যা।

শান্তা/ সাজিদ

তথ্য: সিজিটিএন