বৈশিষ্ট্যসম্পন্ন ফুটবল উন্নয়নের পথে চীনের উত্তর-পশ্চিমের ছোট্ট এক উপজেলা
2022-12-09 15:55:05

চীনের সায়ান সি প্রদেশের ক্যাম্পাস ফুটবলের গল্প যদি বলি, তাহলে লিউ পেই ও চি তানের কথা বলতে হয়। আজকের হপ্তানামা অনুষ্ঠানে আমরা আপনাদেরকে লিউ পেই উপজেলায় ফুটবলের মাধ্যমে উন্নয়নের গল্প শুনাবো।

 


চাং সু ইয়াং শৈশব থেকে ফুটবল খেলার স্বপ্ন দেখেন। নর্মাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি জন্মস্থানে ফিরে একজন ক্রীড়া শিক্ষক হন। ২০০৮ সালের শেষ দিকে লিউ পে উপজেলার হান চু সিটি নারী ফুটবলের ব্যাপক উন্নয়নের সিদ্ধান্ত নেন। লিউ পেই জেলার মাধ্যমিক স্কুলে শিক্ষাদান করেন চাং সু ইয়াং। তিনি তার স্কুলের উপাচার্য জেন চুন ই’র সঙ্গে আলোচনা করে একটি নারী ফুটবল দল গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

আর্থিক সমস্যা সমাধানের জন্য চাং সু ইয়াং জেলার অনেক প্রতিষ্ঠান ও বন্ধুর কাছে সাহায্য চেয়েছেন। ২০১০ সালে তার বড় ভাই চাং সু ছুনের চেষ্টায় হুও শাও থিয়ান উপজেলার প্রাথমিক স্কুল এবং ছেং কুয়ান প্রাথমিক স্কুল এ পরিকল্পনায় যোগ দেয়। এভাবেই লিউ পেই জেলায় ক্যাম্পাসে ফুটবল খেলার সূচনা হয়।

২০১৪ সাল থেকে লিউ পেই জেলার মাধ্যমিক স্কুলের ফুটবল ক্লাস চালু হয়। প্রতিটি ফুটবল ক্লাসে আছে ২০ জনের বেশি সদস্য। পুরুষ ও নারীদের দুটি ফুটবলদল গড়ে তোলা সম্ভব হয়। দুটি দল লিউ পেই জেলার পক্ষ থেকে অন্য স্থানে প্রতিযোগিতায় অংশ নেয়। ফুটবল শিশুদের লেখাপড়ায় সাহায্য করে। এ পর্যন্ত লিউ পেই জেলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী ফুটবলে বিশেষ দক্ষতার কারণে বেইজিং নর্মাল ইউনির্ভার্সিটি, বেইজিং স্পোর্টস ইউনির্ভার্সিটিসহ নানা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন। বর্তমানে লিউ পেই জেলায় ক্যাম্পাস ফুটবল শিক্ষায় “১৩৫২” সিস্টেম গড়ে তোলা হয়েছে। ১ মানে লিউ পেই জেলার মাধ্যমিক স্কুলের ফুটবলদলের সুষ্ঠুভাবে উন্নয়ন করা। ৩ মানে বর্তমানে প্রাথমিক স্কুলের মধ্যে ফুটবল খেলার ক্ষেত্রে ভালো করা তিনটি প্রাথমিক স্কুল বেছে নিয়ে একটি দলীয় ফুটবল জনশক্তি লালন করা। ৫ মানে প্রাথমিক স্কুলে বৈশিষ্ট্যসম্পন্ন ক্রীড়া ক্লাসে ফুটবল ক্লাস ৫০ শতাংশ বজায় রাখা। ২ মানে স্থানীয় দুটি প্রিস্কুলে ফুটবল খেলা সংশ্লিষ্ট শিক্ষাদান শুরু করা।

লিউ পেই জেলার লিউ হৌ উপজেলার ইং পান গ্রাম ১০ বছর আগে খুব গরিব ছিল। উচ্চ সমুদ্রপৃষ্ঠ এবং পিছিয়ে পড়া পরিবহন ব্যবস্থার কারণে এ গ্রামের দ্বাররুদ্ধ ছিল। গ্রামবাসীদের  বার্ষিক মাথাপিছু আয় ছিল ২০০০ ইউয়ানের কম। ২০১৬ সাল থেকে এ গ্রামে পরপর ৬টি মানসম্পন্ন ফুটবল প্রশিক্ষণের মাঠ ও একটি মানসম্পন্ন ফুটবল মাঠ, যেখানে ২০০০ জন লোক বসতে পারেন, গড়ে তুলা হয়। তাছাড়া, ৮টি ক্রীড়াবিদ অ্যাপার্টমেন্ট ভবন, ক্রীড়াবিদ ক্যান্টিন এবং পুনর্বাসন কেন্দ্রসহ নানা সমর্থন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাতে ইং পান গ্রাম ফুটবল প্রতিযোগিতা ও যুব প্রশিক্ষণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হয়েছে। তাতে খাওয়া-দাওয়া,  পর্যটন এবং স্মারক মিলিয়ে একটি শিল্প চেইন গঠিত হয়।

গত তিন বছরে ফুটবল জেলাটির জন্য ৩ কোটি ইউয়ান আয় করেছে। গত বছরের আগস্ট মাসে ইং পান গ্রামে প্রশিক্ষণ নিতে গেছে চীনের নারী ফুটবল দল। ফুটবল খেলা লিউ পেই জেলার পুনরুত্থানে আরও শক্তি যোগাবে বলে আশা করা হচ্ছে। (রুবি/এনাম)