ফুসফুস ক্যান্সারে আক্রান্তের শীর্ষে পুরুষ, স্তন ক্যান্সারে নারী
2022-12-09 19:34:06

ঢাকা, ডিসেম্বর ০৯: সারাবিশ্বের মতো বাংলাদেশেও আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা পুরুষ রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত ফুসফুস ক্যান্সারে। 

২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত হাসপাতালে আসা রোগীদের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে জানানো হয়, শতকরা বিবেচনায় প্রায় ২৬ শতাংশ পুরুষ রোগীর ফুসফুর ক্যান্সার রয়েছে। আর ২৯ শতাংশ নারী স্তন ক্যান্সারে ভুগছেন।

অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করেন ইনস্টিটিউটের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের সদ্য-সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.  হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

তিনি জানান, ২০১৮-২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী, তিন বছরে জাতীয় ক্যান্সার হাসপাতালে সব মিলিয়ে রোগী এসেছেন প্রায় ৮৪ হাজার, যাদের মধ্যে ৩৫ হাজারেরও বেশি রোগীর ক্যান্সার ধরা পড়েছে।

স্বাস্থ্যবিদদের মতে, ধূমপানসহ নানা অভ্যাসের কারণে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি এটি নিযন্ত্রণে সক্ষমতা বাড়াতে হবে। নীতি-নির্ধারকদের বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে। কোন ক্যান্সার প্রতিরোধযোগ্য ও কোনটি চিকিৎসা ছাড়া হবে না সেটি নির্ণয় করতে হবে। একই সঙ্গে পৃথক লিঙ্গ ও বয়সকে গুরুত্ব দিতে হবে। কোন বয়সে কোন ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে সেটিও দেখতে হবে।

ক্যানসার নিয়ন্ত্রণে প্রতিরোধের বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা জানান, পরিবেশ ও খাদ্যাভাসও ক্যান্সারের বড় একটি কারণ। কয়েক বছর আগেও এটি নিয়ে কাজ করা অতটা সহজ ছিল না। চিকিৎসা ব্যবস্থাও উন্নত ছিলো না। এখন পরিবর্তন আসলেও রয়ে গেছে ঘাটতি। তাই অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ইনস্টিটিউট নির্মাণের উপর জোর দেন তারা।

অভি/রহমান