পাঠদানে শিক্ষকদের সঙ্গ দেবে রোবট!
2022-12-09 16:43:39

ডিসেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: ক্লাসরুমে শিক্ষকের সঙ্গে যোগ দিচ্ছে রোবট। কঠিন বিষয়ের পাঠদানে সহায়তায় হাজির যন্ত্র মানব।

সামনের দিনগুলোতে হয়তো এমন সময় আসবে যখন রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তার কোন যন্ত্রই শিক্ষার্থীদের সঙ্গী হবে পড়ালেখায়। আর তাই সে দিনের প্রস্তুতি নিতে হবে জোরালোভাবে। সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনে উঠে আসে এমনই সব আলোচনা।

সম্মেলনে বলা হয়, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থার যে রূপান্তর ঘটবে তাতে ঘটে যাবে এক নতুন বিপ্লব। এই বিপ্লবের নেতৃত্বদানকারী শিক্ষকদেরও হতে হবে প্রযুক্তিবান্ধব। তাই তো শিক্ষাখাতে দেশে দেশে প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই।

দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রাধান্য পায় শিক্ষাখাতে কৃত্রিম বুদ্ধমত্তা প্রযুক্তি ব্যবহারের নানা ক্ষেত্র ও প্রয়োগ প্রসঙ্গ।

২০১৯ সালের সম্মেলনে বিশ্বের দেশগুলোকে শিক্ষা ও কৃ্ত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়কে উৎসাহিত করার মতো নীতি-কাঠামো প্রণয়নের আহ্বান জানিয়ে ‘বেইজিং ঐকমত্য’ গৃহিত হয়। এবারের সম্মেলনে সেই ঐকমত্যের প্রয়োগকে উৎসাহিত করা হচ্ছে।

সাজিদ/ শান্তা