চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নভেম্বরে বেড়েছে
2022-12-08 19:15:52

ডিসেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নভেম্বরের শেষে ৩.১১৭৫  ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে যা এক মাস আগের তুলনায় ২.১৩  শতাংশ বেশি। চীনের বৈদেশিক মুদ্রা বিষয়ক রাষ্ট্রীয় প্রশাসন বুধবার এ তথ্য জানিয়েছে।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রক বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির জন্য মুদ্রা বিনিময়  এবং সম্পদের মূল্য পরিবর্তনের সম্মিলিত প্রভাবকে দায়ী করেছে।

সাংহাই ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক সি জুনিয়াং বলেছেন, "যখন মার্কিন ডলার দুর্বল হয়ে যায়, তখন চীনের বৈদেশিক রিজার্ভের মধ্যে থাকা অন্যান্য অনেক মুদ্রা গ্রিনব্যাকের বিপরীতে মূল্যায়ন করে, যা মোট স্কেলকে বাড়িয়ে দেয়।"

তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে আগামী বছর চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্ভবত আরও বাড়বে কারণ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পতন ছাড়াও মার্কিন ডলারের মূল্য ২০২৩ সালে আরও অবমূল্যায়নের চাপে পড়বে।

নিয়ন্ত্রক যোগ করেছেন যে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাধারণত স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে কারণ চীনা অর্থনীতি তার পুনরুদ্ধারের গতি বজায় রেখেছে।

শান্তা/সাজিদ