তাই চুন
2022-12-08 13:22:25

আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়ক, অভিনেতা ও  উপস্থাপকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম তাই চুন। ২০০০ সালে দিকে তিনি চীনে বেশ জনপ্রিয় ছিলেন। উপস্থাপক হিসেবে তিনি আরো বেশি পরিচিত হন, তবে গান গাওয়া তার প্রিয় কাজ। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তাই চুনের কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তাই চুনের জনপ্রিয় একটি গান ‘কত প্রেম পুনরায় শুরু হতে পারে’।গান ১

 

তাই চুন ১৯৭০ সালে চীনের শাংহাই শহরের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। বড় ভাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়ার জন্য তাই চুনকে উচ্চ মাধ্যমিক স্কুলে যাওয়ার সুযোগ ছেড়ে দিয়ে কাজ করতে হয়। তখন থেকে তিনি বিভিন্ন শহরে নানা রকম কাজ করেছেন। ১৯৯০ সালে তাই চুন শেনচেন শহরে যান, সেখানে বারে গান গাইতে শুরু করেন। তাই চুনের কণ্ঠ পরিষ্কার ও নরম। ঠিক যেন তত্কালীন বেশ জনপ্রিয় হংকং গায়ক লি মিং’র মত। শেনচেনের সংগীত মহলে মানুষরা তাই চুনের নাম জানে। এজন্য তাই চুন গায়ক হওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৯৩ সালে তিনি শেনচেন থেকে বেইজিংয়ে গেছেন এবং একটি সংগীত কোম্পানিতে যোগ দিয়ে তার পেশাদার সংগীত জীবন শুরু হয়।গান ২

 

১৯৯৫ সালে তাই চুন তার প্রথম অ্যালবাম ‘বউ আ লিয়ান’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘আ লিয়ান’ মুক্তির পরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। যা একটি মিষ্টি প্রেমের গান, গানে একজন ছেলে ‘আ লিয়ান’ নামে একজন মেয়েকে বিয়ে করার গল্প বলা হয়। এই গানের জন্য তাই চুন দ্রুত সবার কাছে পরিচিত হয়ে ওঠেন, তার এই অ্যালবাম ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয় এবং তিনি সেই বছরের অনেক সংগীত অ্যাওয়ার্ডসের পুরস্কার পান। বন্ধুরা, এখন শুনুন তাই চুনের বেশ জনপ্রিয় গান ‘আ লিয়ান’।গান ৩

 

বন্ধুরা, এবার আমরা শুনবো তাই চুনের একটি সুন্দর গান ‘শেন নদী’। শেন নদী শাংহাইয়ে প্রবাহিত হয়। তাই চুন শাংতাইয়ে জন্মগ্রহণ করেন ও বড় হন। এই শহরের সব কিছুতে তার গভীর অনুভূতি বিরাজ করছে। কাজ করার পর তাই চুন শাংহাই ছেড়ে চলে যান। শেন নদী তার মনে জন্মস্থানের একটি প্রতীক। তিনি এই গান রচনা করে জন্মস্থানের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন। গানের আন্তরিক অনুভূতি অনেকের মনে দোলা দেয়। গানটি ১৯৯৬ সালের বার্ষিক ‘গোল্ডেন সোং’ হিসেবে নির্বাচিত হয়। বন্ধুরা, এখন শুনুন তাই চুনের এই সুন্দর গান ‘শেন নদী’।গান ৪

 

১৯৯৭ সালে তাই চুনের দ্বিতীয় অ্যালবাম ‘অভিন্নহৃদয় বন্ধু’ মুক্তি পায়। গায়ক হওয়ার আগে তাই চুন অনেক অনেক পরিশ্রমী কাজ করেছেন ও অনেক কষ্টকর সময় কাটিয়েছেন। সেই সময় বিভিন্ন শহরের বন্ধু তাকে সাহায্য করে। তিনি বলেন, বন্ধুদের সমর্থনে তিনি অন্ধকার সময় কাটিয়ে গায়কের স্বপ্ন পূরণ করতে পারেন। তাই এই অ্যালবামে তাই চুন গানের মাধ্যমে তার বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানান। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো তাই চুনের সুন্দর গান ‘অভিন্নহৃদয় বন্ধু’।গান ৫

 

কিছু দ্বন্দ্বের জন্য ১৯৯৯ সালে তাই চুন সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেন। ২০০০ সালে তাই চুনের উপস্থাপিত একটি টিভি টক শো বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তিনি উপস্থাপক হিসেবে সবার কাছে আবারও পরিচিত হন। অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি তিনিও টিভি নাটকে অভিনয় করেন এবং মানুষের ভালোবাসা পান। এত বেশি কাজ করলেও তিনি গান গাইতে থাকেন। বন্ধুরা, এখন শুনুন তাই চুনের একটি জনপ্রিয় গান ‘তোমার সঙ্গে বৃদ্ধ হবো’।গান ৬


বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে তাই চুনের আরেকটি সুন্দর গান ‘শাংহাইয়ের অতীতের গল্প’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।