উ ছিংফেং
2022-12-07 12:05:03

উ ছিংফেং ১৯৮২ সালের ৩০ অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের পপসঙ্গীত শিল্পী, গীতিকার এবং দু’টো সঙ্গীতদল “সোডাগ্রিন” এবং “মি”র প্রধান গায়ক। 

২০০১ সালে উ ছিংফেং “সোডাগ্রিন” সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন। ২০০৫ সালে এ সঙ্গীতদলের সঙ্গে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন।  ২০০৭ সালে তিনি “ছোট প্রেমের গান” গানটি দিয়ে ১৮তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা সুরকার পুরস্কার জিতেন।  


এই মুহূর্তে লাল নদী হয়তো পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু তুমি ও আমি কেউ অনুভব করিনি। লাল নদীর সামনে আমাদের কোলে শুধু নিজেদের মনের অবস্থা আছে। যদিও এক সময় একই আগুণ আমাদের ছাই করেছে, তবুও আমরা আর একই দিকে বা জায়গায় যাব না। বন্ধুরা, এটাই উ ছিংফেং ও সঙ্গীতদল “জীবনযাত্রা”র সহযোগিতার একটি গান। যা ২০২০ সালে সৃষ্ট অ্যালবামের নতুন বিশ্বের সূচনা। “লাল নদী”তে গেলে আপনাদের চোখে কিরকম দৃশ্য পরবে? 

২০১৯ সালের ১১ জানুয়ারি টিভি নাটক “এসো, তুমি সেরা”র জন্য তাঁর গাওয়া থিম সং “বাতাস প্রবাহ হচ্ছে” প্রকাশিত হয়। আর ২৫ ফেব্রুয়ারি টিভি নাটক “আমি বেইজিংয়ে তোমার জন্য অপেক্ষা করি” তাঁর সৃষ্ট ও গাওয়া “হামিংবার্ড” গানটি প্রকাশিত হয়। একই বছরের ২৫ মার্চ তিনি ২৬তম চায়নিজ টপ টেন মিউজিক অ্যাওয়ার্ডসে এশীয় গায়ক-গীতিকার পুরস্কার, হংকং ও তাইওয়ান অঞ্চলে সেরা পুরুষ কণ্ঠশিল্পী পুরস্কার জিতেন। তাঁর গাওয়া “মধু” বছরের মূল টিভি নাটক ও চলচ্চিত্র গান পুরস্কার জিতে। 


২০১৯ সালে উ ছিংফেং “এখানে তোমার জন্য অপেক্ষা করছি” নামক চলচ্চিত্রের জন্য একই নামের থিমসং গেয়েছেন। সঙ্গীত হলো চলচ্চিত্রের দ্বিতীয় প্রকাশ। তা আমেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের মনের ওপর আরো গভীর ছাপ ফেলে। গানটিও ঠিক তাই। ছিংফিংয়ের কণ্ঠস্বরে প্রত্যেকের জন্মস্থানের প্রতি  সুন্দর আবেগ জাগানো হয়েছে। 

    

(প্রেমা/এনাম)