‘দুই নদীতে চাঁদের ছায়া’
2022-12-07 18:57:21

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাবো চীনের বৈশিষ্ট্যময় এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে বাজানো কয়েকটি সুন্দর সঙ্গীত। আশা করি তা থেকে আপনার চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্বন্ধে কিছুটা জানতে পারবেন।

 

বন্ধুরা, এখন শুনুন চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র আর হু দিয়ে বাজানো সঙ্গীত ‘দুই নদীতে চাঁদের ছায়া’। পুরো সঙ্গীতে একজন অন্ধ শিল্পীর কষ্টকর জীবনের দুঃখের অনুভূতি প্রতিফলিত হয়েছে। এই সঙ্গীতে অন্ধ শিল্পী আ বিং-এর শ্রেষ্ঠ আর হু বাজানোর কৌশল এবং স্টাইল বোঝা যায়। তা বিশেষ করে চীনের আর হু বাদ্যযন্ত্রের আকর্ষণীয় বৈশিষ্ট্য তুলে ধরেছে। এই সঙ্গীতটি ২০ শতাব্দীতে চীনাদের সঙ্গীতের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছিল।

 

বন্ধুরা, এখন শুনুন চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চেং’ অর্থাত্ চাইনিজ জিথারের বাজানো ‘লিয়াংজু’ নামে একটি সঙ্গীত। এই সঙ্গীতে প্রধানত প্রাচীনকালে চীনের একটি অত্যন্ত রোম্যান্টিক গল্প তুলে ধরা হয়েছে। প্রাচীনকালে চীনে জু ইং থাই নামে একটি মেয়ে ছিল। স্কুলে লেখাপড়ার জন্য সে ছেলে সেজে ভর্তি হয়। তাঁর সহপাঠী লিয়াং সা বো’র সঙ্গে বন্ধুত্ব হয়। পরে জু’র মেয়ে পরিচয় জানার পর দু’জনের মধ্যে প্রেম হয়। তবে অনেক কষ্ট হলেও তারা বিয়ে করে নি। মৃত্যুর পর দু’জন প্রজাপতিতে পরিণত হয়ে একসাথে উড়ে যায়।

আচ্ছা, শুনুন এই রোম্যান্টিক সঙ্গীত।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ‘চাঁদের প্রেমের গান’ নামে একটি সঙ্গীত। এই সঙ্গীতটি চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চেং অর্থাত্ চাইনিস জিথার দিয়ে বাজানো হয়। সঙ্গীতে চাঁদের নিচে প্রিয় মানুষের প্রতি গভীর ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে।

আচ্ছা, শুনুন এই সঙ্গীতটি।
 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ‘উঁচু পাহাড়’ নামে একটি চীনের ঐতিহ্যবাহী সঙ্গীত। সঙ্গীতটি বাজানো হয় চেং-এর মাধ্যমে। এতে চীনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে।

আচ্ছা, শুনুন সঙ্গীতটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে প্রধানত চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে বাজানো কয়েকটি সঙ্গীত আপনাদের শোনালাম। আশা করি, এসব সঙ্গীত আপনাদের ভালো লেগেছে। আরো আশা করি, এসব সঙ্গীতের মাধ্যমে আপনারা চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্বন্ধে কিছুটা ধারণা পাবেন।