‘বসন্তের রাতে নদীর দৃশ্য’
2022-12-07 18:58:37

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাবো চীনের বৈশিষ্ট্যময় এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে বাজানো কয়েকটি সুন্দর সঙ্গীত। আশা করি তা থেকে আপনার চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্বন্ধে কিছুটা জানতে পারবেন।

 

বন্ধুরা, এখন শুনুন চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বাজানো ‘বসন্তের রাতে নদীর দৃশ্য’ নামের সঙ্গীত। এই সঙ্গীত চীনের থাং রাজবংশের এক জনপ্রিয় কবিতা থেকে তৈরি করা হয়েছে। যা প্রধানত বসন্তের রাতে কবির দেখা সুন্দর দৃশ্য বর্ণনা করেছে। এতে নদীকে কেন্দ্র করে বাইরে ভ্রমণকারী মানুষ নিজের জন্মস্থান এবং পরিবারের সবাইকে মিস করার গভীর অনুভূতি তুলে ধরেছে।

আচ্ছা, শুনুন সঙ্গীতটি।

 

প্রিয় বন্ধুরা, এখন আপনাদের শোনাবো চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে বাজানো আরেকটি খুব সুন্দর সঙ্গীত, এর নাম ‘সীমান্ত এলাকার গান’। এই সঙ্গীতটি চীনের থাং রাজবংশের বিখ্যাত কবি ওয়াং ছাং লিং-এর কবিতা থেকে রচিত হয়। এতে সীমান্ত এলাকার শীতকালে সীমান্তরক্ষী সেনারা অনেক ঠান্ডা আবহাওয়া সহ্য করে দেশ রক্ষার কষ্ট তুলে ধরেছে। কবিতা থেকে সীমান্তরক্ষীদের প্রতি কবির সহানুভূতি বোঝা যায়।

আচ্ছা, শুনুন এই সঙ্গীতটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ‘উঁচু উঁচু চাঁদ’ নামে একটি সঙ্গীত। এতে প্রধানত চাঁদের পরিবর্তনের প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। এতে অসীম সমুদ্র আছে, ছোট ছোট নদী আছে, শান্ত প্রাঙ্গণ আছে, বড় বড় জমির ক্ষেত আছে, আরো আছে সুন্দর আকাশ, ঝিকমিক তারা, বড় বড় নদী এবং ঠান্ডা বাতাস। এতে বাস্তব বিশ্বের বর্ণনা আছে, আরো আছে চাঁদের দুনিয়ার কল্পনা। পুরো সঙ্গীত খুব সুন্দর।

আচ্ছা, শুনুন এই সঙ্গীতটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ‘জেসমিন ফুল’ নামে একটি গান। জেসমিন ফুল চীনাদের প্রিয় ফুল। চীনারা এই ফুল দিয়ে অন্যকে শুভকামনা জানায়, আন্তরিক শুভেচ্ছা জানায়। এতে চীনাদের সুন্দর অনুভূতির প্রতিফলন ঘটায়।

আচ্ছা, শুনুন এই সঙ্গীত।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে প্রধানত চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে বাজানো কয়েকটি সঙ্গীত আপনাদের শোনালাম। আশা করি এসব সঙ্গীত আপনাদের ভালো লেগেছে। আরো আশা করি, এসব সঙ্গীতের মাধ্যমে আপনারা চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্বন্ধে কিছুটা ধারণা পাবেন।