জীববৈচিত্র্য সুরক্ষায় একযোগে কাজ করার আহ্বান কপ-১৫ সভাপতি দেশ চীনের
2022-12-06 15:59:37

ডিসেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: জীববৈচিত্র্য সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন জীববৈচিত্র্য সম্পর্কিত জাতিসংঘ কনভেনশনের পক্ষের ১৫তম বৈঠকের সভাপতি এবং চীনের বাস্তুসংস্থান ও পরিবেশমন্ত্রী হুয়ান রুনছিউ।

চায়না ডেইলির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

আগামীকাল বুধবার জীববৈচিত্র কনভেনশন স্বাক্ষরকারীদের ১৫তম সম্মেলনের (কপ-১৫) দ্বিতীয় পর্যায়ের অধিবেশন কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হবে।  সভাপতি দেশ হিসেবে চীন অধিবেশনের বাস্তব ও  রাজনৈতিক বিষয়াদিতে নেতৃত্ব দেবে।

চলতি বছর জীববৈচিত্র্য বিষয়ে জাতিসংঘ কনভেনশনের ৩০তম বার্ষিকী পালিত হচ্ছে এমন এক সময়ে যখন বিশ্বব্যাপী জীববৈচিত্র্য পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে এবং বিশ্বে এক চতুর্থাংশ প্রজাতি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে।

হাশিম/শান্তা