মহাকাশে উৎপাদিত বিশ্বের প্রথম ধানবীজ নিয়ে গবেষণায় চীনা বিজ্ঞানীরা
2022-12-06 15:57:40

ডিসেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহাকাশ কেন্দ্রে উৎপাদিত বিশ্বের প্রথম ধানবীজ নিয়ে গবেষণা শুরু করেছেন চীনা বিজ্ঞানীরা। রোববার এ ধানবীজ নিয়ে পৃথিবীতে ফিরে আসেন শেনচৌ ১৪’র তিন চীনা নভোচারী।

নতুন ধানবীজ ও অন্যান্য জৈব-নমুনা গবেষণার জন্য বেইজিংয়ের চাইনিজ একাডেমি অফ সায়েন্সের স্পেস ইউটিলাইজেশনের প্রযুক্তি এবং প্রকৌশল কেন্দ্র এবং সাংহাইয়ের ল্যাবে স্থানান্তর করা হয়।

শেনচৌ ১৪’র তিন নভোচারী ছেন তোং, লিউ ইয়াং এবং ছাই স্যুইজে ১৮৩ দিন কক্ষপথে ছিলেন। এ সময় তারা মহাকাশে প্রথমবারের মতো ধানের সমগ্র জীবনচক্র ও পুনরুৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করেন। পৃথিবী থেকে নিয়ে যাওয়া ধানবীজ থেকে চারা তৈরির মাধ্যমে শুরু হয়ে একটি পরিণত ধানগাছের নতুন বীজ উৎপাদনের মাধ্যমে প্রক্রিয়াটি শেষ হয়। ২৯ জুলাই শুরু হওয়া প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগে ১২০ দিন।

এটি এমন একটি কৃতিত্ব যা বিজ্ঞানীদের ধানের বৃদ্ধিতে মাইক্রোগ্রাভিটির প্রভাব অনুসন্ধান করতে এবং দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের জন্য  টেকসই খাদ্যের উৎস খুঁজে বের করতে সহায়তা করবে।

হাশিম/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি।