টিসিএম সেবা প্রসারের পরিকল্পনা নিয়েছে চীন
2022-12-06 15:56:45

ডিসেম্বর ০৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন তার চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে অর্থাৎ ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে ঐতিহ্যবাহী চীনা ওষুধ বা টিসিএম’র উন্নয়নে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে।

ঐতিহ্যবাহী চীনা ওষুধ বিষয়ক জাতীয় প্রশাসন প্রকাশিত ওই পরিকল্পনায় বলা হয়েছে, চীনের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার সাথে সমন্বয় করে কাজ করবে এমন একটি টিসিএম তথ্যব্যবস্থা গড়ে তোলা হবে আগামী ২০২৫ সাল নাগাদ, যার লক্ষ্য জনসাধারণের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

এই পরিকল্পনায় সারা দেশে স্মার্ট টিসিএম হাসপাতাল প্রতিষ্ঠা এবং অনলাইন টিসিএম ফার্মেসি ও চিকিৎসা পরিষেবার প্রসারকে উৎসাহিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, টিসিএম হাসপাতালগুলোর মধ্যে রোগী স্থানান্তর সহজতর করা হবে, সেবার পারস্পরিক স্বীকৃতি দেওয়া হবে এবং ল্যাব ও পরীক্ষার রিপোর্ট ও অন্যান্য পরিষেবাগুলো সহভাগ করে নেওয়া হবে।

রহমান/শান্তা